মাধবপুরে ৭ মাসে হাফেজ হলেন ৮ বছরের আল-মামুন

পারভেজ মিয়া প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১২:৪৩ আপডেট: ১৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১২:৪৩ পিএম
মাধবপুরে ৭ মাসে হাফেজ হলেন ৮ বছরের  আল-মামুন
মাধবপুরে সুনাম ধন্য দীনি বিদ্যাপিঠ, দারুস সায়্যিদ তাহফিজুল কোরআন মাদরাসায় মাওলানা মাহমুদুল হাসানের

মাধবপুরে সুনাম ধন্য দীনি বিদ্যাপিঠ, দারুস সায়্যিদ তাহফিজুল কোরআন মাদরাসায় মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও ক্বারী মাও জাকির হোসাইনের সঞ্চালনায় মাধবপুর এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান 

অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,১৩/০২/২০২৫ইং তারিখে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুর রহমান সাহেব, (শায়েখে তুলা পাড়া) পিরে কামেল মাওলানা আব্দুল আওয়াল সাহেব, (খলিফা য়ে বরুনি)  এবং মাধবপুর, তথা মাধবপুর উলামা পরিষদের উলামা মাশায়েখ গন সহ আরো বহু উলামায়ে কেরাম ও গন্যমান্য ব্যাক্তিবর্গ গনের উপস্থিতিতে পাগড়ি প্রধান করা হয় ৮ বছরের হাফেজ আল মামুন কে সহ ৮ জন। হাফেজ আল মামুন নাসিরনগর উপজেলার গুকর্ন গ্রামের মাওলানা আমিরুল ইসলাম খিজিরের ২য় ছেলে। সে ৭ মাস ১৫ দিনে মাধবপুর দারুস সাঈদ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে পবিত্র কুরআন মুখস্ত করেন।তার এই কৃতিত্ব অর্জনে মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ ক্বারী সাইফুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ তার এই অর্জনে  আমাদের প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পেয়েছে আমরা তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 

এই বিভাগের আরোও খবর

Logo