মিসরের রাজধানী কায়রোতে নাজাতিয়ানদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

সাকিব হোসেন প্রকাশিত: ৮ এপ্রিল , ২০২৪ ০৭:৪৬ আপডেট: ৮ এপ্রিল , ২০২৪ ০৭:৪৬ এএম
মিসরের রাজধানী কায়রোতে নাজাতিয়ানদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
'নাজাত কাফেলার নুর, ছরিয়ে দিবো বহু দুর' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিসরে দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সংগঠন 'নাজাত কাফেলার' উদ্যোগে এক মনোরম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

'নাজাত কাফেলার নুর, ছরিয়ে দিবো বহু দুর' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিসরে দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সংগঠন 'নাজাত কাফেলার' উদ্যোগে এক মনোরম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ যেন ছিল,মিসরের বুকে একটুকরো নাজাত কানন। ইফতার মাহফিলে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সুন্দরভাবে সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্বে ছিলেন - মোঃ ফখরুল ইসলাম (দায়িত্বশীল নাজাত কাফেলা ফরেইন শাখা মিসর)। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তিলাওয়াত করেন - সাইয়্যেদ আতিক নাছরুল্লাহ (শিক্ষার্থী, আল আজহার ইউনিভার্সিটি, মিসর)। পবিত্র নাতে রাসুল পাঠ করেন - মোঃ ওয়ালিউল্লাহ (শিক্ষার্থী, আল আজহার ইউনিভার্সিটি, মিসর)। স্বাগত বক্তব্য প্রদান করেন - মোঃ মাহমুদুল হাসান (দায়িত্বশীল নাজাত কাফেলা, ফরেইন শাখা মিসর)।দিকনির্দেশনা মূলক আলোচনা করেন - আব্দুস শহিদ (দায়িত্বশীল নাজাত কাফেলা ফরেইন শাখা মিসর)। সর্বশেষ, মুহাম্মাদ শিহাব উদ্দীন, আহ্বায়ক, নাজাত কাফেলা ফরেইন ব্রাঞ্চ, এর সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

এই বিভাগের আরোও খবর

Logo