বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারে বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৪ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারে বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৪ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
তাঁদের অস্ত্র ও গুলি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে জমা রাখা আছে। বিজিবির একটি সূত্র আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছে।পরে তারা বিষয় টি সংবাদ সম্মেলন করে গণমাধ্যম কর্মীদের জানাবেন বলেছেন। এর আগে দুইটি মর্টারসেল বাংলাদেশে এসে পড়লে কেউ হতাহত হয়নি গতকাল একটি মর্টারসেল এসে একটি সিএনজি তে পড়ার খবর পাওয়া গেছে, এতে কেউ হতাহত হয়নি বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।