মুন্সীগঞ্জের নয়াগাঁও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলা, আহত ৫

আল আমিন প্রকাশিত: ২ এপ্রিল , ২০২৪ ০৭:১৭ আপডেট: ২ এপ্রিল , ২০২৪ ০৭:১৭ এএম
মুন্সীগঞ্জের নয়াগাঁও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলা, আহত ৫
প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজউদ্দীন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সমনে সোমবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার সময় এ হামলার ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজউদ্দীন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সমনে সোমবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার সময় এ হামলার ঘটনা ঘটে।

এলাকাবাসী মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীরা আওয়ামীলীগ নেতা মোঃ শাহিন রেজা কাজল এর উপর পিস্তল  দিয়ে আঘাত করে এতে তিনি আহত হন। আরো কয়েকজন গুরুতর আহত হন।আহত একজনের অবস্থা আশংকাজনক।

হামলাকারীরা হলেন,জাহিদ হাসান (৪৫) পিতাঃ মৃত আব্দুল কাদের। মতিউর রহমান মতু (৪০) পিতাঃ ঐ।দীল মোহাম্মদ দিলা (৪৬)(কালাই হত্যা মামলার আসামী) পিতাঃ মৃত অহিদুল। কালা গেশু (৪০) পিতাঃ কালাচাঁন। আকাশ ( ৩০) পিতাঃ আক্তার হোসেন। মেহেদি হাসান সোহান (২৮) পিতাঃ আবুল হোসেন।নাসির (৩০) পিতাঃ সানাউল্লাহ। ফাইজুর রহমান ( ৩৮) পিতাঃ হাবিবুর রহমান হবি।ইমান শরিফ (৩২) পিতঃ সাহা, শামিম (৪৪) পিতাঃ মজিবুর রহমান, নয়ন (৩৬) পিতাঃ হাকিম আলী, সজল ( ৩০) পিতাঃ আবুল হোসেন,আরিফ (১৮) পিতাঃ আনিস, রিয়াল (৩৬)  পিতাঃ আবুল হোসেন, তিল্লা বাবু ( ৩৫) পিতাঃ মজিবুর রহমান, হাসান (১৮) পিতাঃ জামালসহ নারায়নগঞ্জ থেকে আগত নাম না জানা আরো অনেকে।

আহত আওয়ামীলীগ নেতা শাহিন রেজা কাজল এই প্রতিবেদককে বলেন, নয়াগাঁও এলাকর মাদক সম্রাটরা জাহিদ হাসান (৪৬) এর নেতৃত্বে দীর্ঘদিন যাবত মাদক বেচাকেনা,মারামারি,লুটপাট, চাঁদাবাজিসহ নানারকমের অপকর্ম চালাচ্ছেন,কেউ প্রতিবাদ করলে তাকে মারধর করে,হত্যার হুমকিও দেয়।
 
হামলার ঘটনায় জান শরিফ নামে এক ব্যক্তি বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে মুন্সিগঞ্জ সদর সার্কেল থান্দার খায়রুল হাসান বলেন ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এখানে মাদক ও আধিপত্য নিয়ে এঘটনার সূত্র পাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo