মুন্সীগঞ্জের সিরাজদিখান ছেলে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

আল আমিন প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী , ২০২৪ ১৬:৪৪ আপডেট: ২৫ ফেব্রুয়ারী , ২০২৪ ১০:৪৫ এএম
মুন্সীগঞ্জের সিরাজদিখান ছেলে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছেলে মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর মা নিজেই ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছেলে মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর মা নিজেই ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

রবিবার(২৫ ফেব্রুয়ারি)সকাল ৯টায় নিজ বসত ঘর থেকে মা,ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।সিরাজদিখান থানা পুলিশ মৃতদের মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পেরেন করেছে।আত্মহত্যা করা সালমা বেগম(৩৫) সৌদি প্রবাসী ওলি মিয়ার স্ত্রী।এই দম্পতির মেয়ে ছাইমুনা আক্তার(৯) কেরানীগঞ্জের চর সোনাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।ছেলে তাওহী হোসেন (৭) একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

আত্মহত্যা করা সালমা বেগমের জা রোজিনা আক্তার জানান,সালমা ঋণগ্রস্ত ছিল।আজ(রবিবার)সকাল ৯টার সময় দুইজন এনজিওর লোক এসেছিল কিস্তি নেয়ার জন্য,তারা ঘরের দরজা বন্ধ পেয়ে ফিরে যায়।বাড়ির আশেপাশের লোকজন  জানালা ভেঙে দেখতে পায় সালমা ঘরের আড়ার সঙ্গে ঝুলছে আর বাচ্চা দুটি খাটের ওপর পড়ে আছে।পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।  

সিরাজদিখান থানার কর্মকর্তা (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম জানান,প্রায় ৭ বছর আগে সালমা বেগমের স্বামী ওলি মিয়া ৮ লাখ টাকা ঋণ করে সৌদি আরব যান।সেই ঋণের টাকা দিনে দিনে বাড়তে থাকে।সেই ঋণের চাপ সইতে না পেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo