মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলায় ফার্নিচারের নকশা শ্রমিক মোস্তফা খালাসি(৪২)হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী।
সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব এর সামনে ঘন্টাব্যাপি মাববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে অংশ নেয় নিহত মোস্তফার স্ত্রী সন্তানসহ কয়েকশতাধিক এলাকাবাসী।
মানববন্ধনকারীরা জানান,কাঠের নকশা না করার তুচ্ছ ঘটনায় মোস্তফাকে নির্মমভাবে হত্যা করে প্রতিপক্ষ রাজন শিকদার।এতে স্বজন হারিয়ে ৩ সন্তান নিয়ে অনিশ্চিত জীবন নিহতের পরিবারের।এঘটনায় মামলা করলেও আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।আসামী রাজনকে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
পরে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন করে মানববন্ধনকারীরা। শনিবার(১৬মার্চ)সকালে টংঙ্গীবাড়ীর বাঘিয়া বাজারে কাঠের নকশা করা নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষ রাজন মোস্তফা খালাসির গোপনাঙ্গে আঘাত করে।এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নিহত মোস্তফা টংগীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের হাটকান গ্রামের সফিজউদ্দিন খালাসির ছেলে।