আজিরন বিবির বয়স ৯০ বছর। বয়সের ভারে নুয়ে পড়লেও ভোট দেওয়ার তীব্র ইচ্ছা তার। ভালো করে চলাফেরা করতে পারেন না। তাই দুই জামাইয়ের কোলে ভর করে এসেছেন ভোটকেন্দ্রে। ভোট দিতে পেরে তিনি খুবই আনন্দিত। ভ্যানে চালিয়ে এক জামাই নিয়ে এসেছেন শাশুড়িকে ভোট দেওয়ার জন্য। ভ্যান থেকে আরেক জামাইয়ের কোলে ভোট কক্ষের ভেতর গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিলেন শাশুড়ি।
আজিরন বিবির বয়স ৯০ বছর। বয়সের ভারে নুয়ে পড়লেও ভোট দেওয়ার তীব্র ইচ্ছা তার। ভালো করে চলাফেরা করতে পারেন না। তাই দুই জামাইয়ের কোলে ভর করে এসেছেন ভোটকেন্দ্রে। ভোট দিতে পেরে তিনি খুবই আনন্দিত। ভ্যানে চালিয়ে এক জামাই নিয়ে এসেছেন শাশুড়িকে ভোট দেওয়ার জন্য। ভ্যান থেকে আরেক জামাইয়ের কোলে ভোট কক্ষের ভেতর গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিলেন শাশুড়ি।
আজিরন বিবি বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের ০১ নম্বর ওয়ার্ডের শাওইল বাজার এলাকার বাসিন্দা ও ওই এলাকার রিয়াজ উদ্দির স্ত্রী। তিনি শাওইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আসেন ভোট দিতে।
বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের ০১ নম্বর সংরক্ষিত আসনে উপনির্বাচন চলছে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুই বেয়াইন-পিয়ারা খানম ও ফুলপরী পারভীন।
আজিরন বিবি বলেন, আমি অসুস্থ হাঁটা-চলা করতে পারি না। তবে আমার ইচ্ছা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভোট দেব। আমার দুই জামাইয়ের সহায়তায় আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি।