ময়লার দুর্গন্ধে পথচারীদের চলাচল করতে হচ্ছে

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৪ নভেম্বর , ২০২৪ ১৭:১২ আপডেট: ৪ নভেম্বর , ২০২৪ ১৭:১২ পিএম
ময়লার দুর্গন্ধে পথচারীদের চলাচল করতে হচ্ছে
যশোর শহর পরিচ্ছন্ন রাখতে মাইকিং ও প্রত্যেক ডাস্টবিনের গায়ে ময়লা ফেরার সময় লিখে লিফলেট স্থাপন পৌরসভার যশোর শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহন করেছে পৌরসভা। কার্যক্রমের মধ্যে রয়েছে

যশোর শহর পরিচ্ছন্ন রাখতে মাইকিং ও প্রত্যেক ডাস্টবিনের গায়ে ময়লা ফেরার সময় লিখে লিফলেট স্থাপন পৌরসভার যশোর শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহন করেছে পৌরসভা। কার্যক্রমের মধ্যে রয়েছে শহরে মাইকিং ও প্রত্যেক ডাস্টবিনের গায়ে ময়লা ফেরার সময় লিখে লিফলেট লাগানো হয়েছে। তবে এ কার্যক্রম কাজে আসছে না। শহরের বিভিন্ন এলাকায় ময়লার দুর্গন্ধে পথচারীদের চলাচল করা কষ্ট কর হয়ে পরেছে। শহর ঘুরে দেখা গেছে, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘোপ জেলা রোডের বিএড কলেজের সামনে ময়লা ফেলার জন্য পৌরসভার পক্ষ থেকে তিনটি ডাস্টবিন দেয়া হয়েছে। তাতে ওয়ার্ডবাসি ময়লা ফেলবে। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা তাদের নির্ধারিত সময়ে সেটা পরিস্কার করবে। সেখানে গিয়ে দেখা গেছে ডাস্টবিনের কাছে ময়লা জমে আছে। সেটা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। দুর্গন্ধের কারনে আশে পাশের দোকানদারদে ব্যবসা করতে সমস্যা হচ্ছে বলে জানান কয়েকজন দোকানদার। আশিক সিমেন্টের দোকানের কর্মচারী আসিফ জানান, দ্ ুদিন ময়লা পরিস্কার করেনি পৌরসভা। একারনে দুর্গন্ধ বের হচ্ছে। এজন্য ব্যবসা করতে সমস্যা হচ্ছে। একই কথা জানান চায়ের দোকানদার আব্দুল মজিদ সহ আরো অনেকেই।শুধু ঘোপ জেল রোড নয়, রেলগেট, বেজপাড়া চিড়ুনী কল মোড়, রেলগেট, কাজীপাড়া, মনিহার এলাকা, ঘোপ ধানপট্টি, ৫ নম্বর ওয়ার্ডের আরবপুর এলজিইডি অফিসের সামনে, ঢাকার রোড পুরাতন কসবার রাস্তার উত্তর পাশেসহ আরো এলাকা।এসব এলাকায় ময়লা ঠিকমত পরিস্কার না করার কারনে গরু ও কুকুরে ময়লা চারিদের ছড়িয়ে ছিটিয়ে ফেলে। সেখান থেকে দুর্গন্ধ বের হওয়ায় পথচারীদের ও এলাকাবাসিদের চলাচল করা দায় হয়ে পরেছে।পৌরসভা নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন জানান, শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য ময়লা ফেলার জন্য সময় নির্ধারন করা হয়েছে। সময় হল  সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরএলাকার বাসিন্দারা ডাস্টবিনে ময়লা ফেলতে পারবে না। সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৯টা পর্যন্ত ময়লা ফেলবে। পরিচ্ছন্ন কর্মীরা সেটা পরিস্কার করবে। এ নিয়ম কার্যকর করার জন্য গত মাসের শহরে মাইকিং করা হয়েছে। সেই সাথে ময়লা ফেলার সময় লেখা লিফলেট শহরের প্রতিটি ডাস্টবিনের গায়ে লাগানো হয়েছে। এরপরও যদি পৌরবাসি যত্রতত্র ময়লা ফেলে,তাহলে কিছ’ করার নেই। নির্ধারিত সময়ে ময়লা ফেলা বন্ধ করতে ডাস্টানের সামনে ফুলেল টপ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খুব শীঘ্রই এটা কার্যকর করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo