র্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে যশোরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন করা হয়। সুষ্ঠু পরিবেশ স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ অধিদপ্তর।
জেল্ াপ্রশাসনের সহযোগিতায় কালেক্টরেট সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন অতিরিক্ত শব্দ মানুষের শ্রবন শক্তির অনেক ক্ষতি করে। সেই সাথে গর্ভবতি মায়ের জন্যও ক্ষতি কর। তারপর পরিবহন, ইজিবাইক ও অটো রিক্সায় হাইড্রোনিক হর্ণ বাজিয়ে শব্দ দূষন করা হ”েছ। এজন্য সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির মধ্যদিয়ে শব্দ দূষণ রোধ করতে হবে।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নুরে আলম, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমান,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস প্রমুখ। পরিচালনা করেন যশোর সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ।
এর আগে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হয়।