চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান প্রার্থী ২জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩জন প্রতিদ্বন্দিতা করছে। প্রতীক পাওয়ার পর থেকে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। তফসিল অনুযায়ি সকলেই স্বতন্ত্র প্রার্থী।
কিন্তু গত কয়েকদিনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কয়েকজন ভোটারের চাইতে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের নিজেদের সমর্থনে আনতে বেশী ব্যস্ত পড়েছে। প্রতীক দেওয়ার পর থেকে প্রার্থীরা ভোটার দের কাছে না গিয়ে দলীয় নেতাদের পিছনে ঘুরতে দেখা গিয়েছে।
এদিকে মাঠে সক্রিয় অবস্থানে রয়েছে এই আসনের সাংসদ সাংবাদিক শফিকুর রহমানের অনুসারী নেতাকর্মীরা। গোপনে কাছ করছে সাবেক এমপি প্রয়াত ড. সামছুল হক ভূঁইয়ার অনুসারিরা। ভাইস চেয়াম্যান পদে সক্রিয় ভাবে কাজ করেছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.জাহিদুল ইসলাম রোমানের অনুসারিরা।
এর মধ্যে ২ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একজন হলেন বর্তমান এমপির কাছের মানুষ ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহাম্মেদ মজুমদার আরেক জন হলেন সাবেক আওয়ামীলীগ নেতার ছেলে আলিম আজম রেজা। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান এমপির অনুসারি উপজেলা যুবলীগে আহবায়ক আবু সুফিয়ান শাহিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড.জাহিদুল ইসলাম রোমানের অনুসারি সাবেক ছাত্রনেতা আকবর হোসেন মনির ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জাম সবুজ। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা খাতুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিনা নাছরিন ও উপজেলা মহিলা আওয়ালীগের সহ-সভাপতি হালিমা বেগম নির্বাচনে অংশ গ্রহন করছেন।
উপজেলা ঘুরে দেখা যায়, তফসিল ঘোষনার পর থেকে সকল প্রার্থী ভোটারের কাছে না গিয়ে দলীয় নেতাদের পিছনে ঘুরতে দেখা গিয়েছে। যতগুলো সমাবেশ হয়েছে সব গুলোতে দলীয় নেতা কর্মীদের উপস্থিতি রয়েছে। এতে করে ভোটের আমেজ তেমন দেখা যায়নি উপজেলা জুড়ে। অপর দিকে বিএনপি নির্বাচনে না আসার কারনে একটা বিশাল অংশ নির্বাচন থেকে বিরত রয়েছে।কয়েকজন ভোটার বলেন, কোন প্রার্থী আসেনা ভোট চাওয়ার জন্য। আমরা যে একজন ভোটার তাও মনে করছেনা প্রার্থীরা। ভোটের তেমন কোন আমেজ দেখতেছিনা। এ কেমন নির্বাচন?