র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে যশোর উদযাপিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। বৈশিক পুষ্টিতে দুধ অপরিহার্য প্যতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।
এ উপলক্ষে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক জানান, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় যশোরের ঝিকরগাছা করা হবে গ্রাম্য দুধ সংগ্রহ কেন্দ্র। এ কেন্দ্র দুধ সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়ড়া সাপ্লাই দেয়া হবে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। তিনি বলেন দুধ শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য। কিন্তু শিশুরা দুধ খেতে চায় না। তাদের দুধ খাওয়ায় উৎসাহী করতে শিক্ষকরা পাঠদানের সময় দুধের উপকার সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে হবে। তবে দুধ কেনাবেচা করার জন্য এমন একটি উদ্যোগ গ্রহণ করে বাজারজাত করতে হবে। যেখানে গেলে মানুষ ন্যার্য্যমুল্যে দুধ কিনতে পারবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশীদ, সরকারি মুরগী প্রজন্ন ও উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক বখতিয়ার হোসেন।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুমা আক্তার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ডেইলী ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।
পরিচালনা করেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফারুক হোসেন।
এর আগে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। এরপর চিত্রাঙ্কন ,, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।