যশোরে জাতীয় গ্রন্থাগার দিবস

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী , ২০২৪ ০৫:৪৬ আপডেট: ৬ ফেব্রুয়ারী , ২০২৪ ০৫:৪৬ এএম
যশোরে  জাতীয় গ্রন্থাগার দিবস
যশোরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। সোমবার সকালে যশোর সরকারি গ্রন্থাগারে কেক কাটা আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদযাপন করা হয়।

যশোরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। সোমবার সকালে যশোর সরকারি গ্রন্থাগারে কেক কাটা আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদযাপন করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন বই পড়ার কোন বিকল্প নেই। বেশি বেশি বই পড়লে জ্ঞান বাড়ে। ডিজিটাল পদ্বতিতে বই পড়তে হবে। তবে লাইব্রেরী তে গিয়ে বই পড়লে পাঠ্য অভ্যাস গড় উঠে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এসএম শাহীন।  বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ডিএসবি ফিরোজ কোভিদ জেলা শিক্ষা অফিসার মাহফুজুর হোসেন।সহকারী লাইবেরিয়া মমতাজ খাতুনের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান। এ সময় বক্তব্য রাখেন গ্রন্থাগারের রেফারেন্স এসিস্ট্যান্স রাশেদুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন।অনুষ্ঠান পরিচালনা করেন থিয়েটার ক্যানভাসের প্রধান সম্পাদক কামরুল হাসান রিপন অনুষ্ঠান পূর্বে কেক কাটা হয় আলোচনা সভার শেষে রচনা চিত্রাংকন বই পাঠ ও উপস্থিত বক্তৃতায় বিজয়ী ২১ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo