যশোর শহরের যানজট নিরসনে পরিচালিত অভিযানে ৬৬টি অটোরিক্সা ও ২টি ইজিবাইক জব্দসহ ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রোববার দড়াটানায় যৌথভাবে এ অভিযান চালায় পৌরসভা ও ট্রাফিক পুলিশ।
যশোর শহরের যানজট নিরসনে পরিচালিত অভিযানে ৬৬টি অটোরিক্সা ও ২টি ইজিবাইক জব্দসহ ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রোববার দড়াটানায় যৌথভাবে এ অভিযান চালায় পৌরসভা ও ট্রাফিক পুলিশ।
পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ জানান, গত মাসে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী; এদিন সকালে দড়াটানায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবু নাছির। এ সময় ট্রাফিক সাজেন্ট উপস্থিত ছিলেন। অভিযানে ৬০টি অটোরিক্সা ও ২টি ইজিবাইক জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।
তিনি জানান, সন্ধ্যায় শহরের দড়াটানা ছাড়াও ভোলাট্যাংক রোড, টিবি ক্লিনিক মোড়, মুজিব সড়ক ও রাসেল চত্বরের আশেপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবারও অভিযান চালানো হবে।