শহরের জলাবদ্ধতা নিরসনের উদ্দেশ্যে কাজ করা হ”েছ। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শহরের অধিকাংশ ড্রেন পরিস্কার করা হবে বলে জানান পৌর প্রশাসক রফিকুল হাসান।পৌরসভা সূত্র জানায়, এর আগে পৌরসভার মেয়র কাউন্সিলদের সময় ড্রেন নির্মান হয়েছে। নির্মানের পর থেকে তারা আজ অবদি ড্রেন পরিস্কার করান নি। পরিস্কার না করাই ময়লায় অধিকাংশ ড্রেনের বেশির ভাগ অংশ ভরাট হয়ে গেছে। এতে করে সঠিক ভাবে পানি নিষ্কাশন হয় না। বর্ষা হলে পুরো শহর তলিয়ে যায়। জনসাধরনের চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয়।পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন জানান, গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে ড্রেন পরিস্কার কার্যক্রম শুলু করা হয়েছে। পৌরএলাকার জলাবদ্ধতা নিরসনের উদ্দেশ্যে এক কাজ শুরু করা হয়। প্রতিদিন ৯টি ওয়ার্ডে ৬০ থেকে ৭০ জন শ্রমিক ড্রেন পরিস্কারের কাজ করবে। ময়লা পরিস্কার করে ড্রেনের গভীরতা বাড়ানো হবে। যাতে করে সহজেই পানি নিষ্কাশন হয়। এ কাজে বাৎসরিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি টাকা।এ ব্যাপারে পৌর প্রশাসক রফিকুল হাসান, শহরের জলাবদ্ধতা নিরসনের উদ্দেশ্যে ড্রেনগুলো পরিস্কার করানো হ”েছ। এতে করে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই দুর হবে। সেই সাথে শহরের অন্ধকার দুর করার জন্য লাইটপোষ্টে লাইট লাগানো হবে।