যশোর বোর্ডের ৯৯ এইচএসসি পরীক্ষার্থী পাচ্ছে অতিরিক্ত সময়

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৭ জুন , ২০২৪ ১৬:৩৮ আপডেট: ২৭ জুন , ২০২৪ ১৬:৩৮ পিএম
যশোর বোর্ডের ৯৯ এইচএসসি পরীক্ষার্থী পাচ্ছে অতিরিক্ত সময়
এরমধ্যে ৬২ পরীক্ষার্থী অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে ও বাকি ১৭ পরীক্ষার্থী শ্রুতিলেখকের মাধ্যমে পাবে ২০ মিনিট বর্ধিত সময়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ সাক্ষরিত এক চিঠির মাধ্যমে এতথ্য জানা গেছে।

এবারের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের ৯৯ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী পাচ্ছে অতিরিক্ত সময় ও শ্রুতি লেখক।

এরমধ্যে ৬২ পরীক্ষার্থী অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে ও বাকি ১৭ পরীক্ষার্থী শ্রুতিলেখকের মাধ্যমে পাবে ২০ মিনিট বর্ধিত সময়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ সাক্ষরিত এক চিঠির মাধ্যমে এতথ্য জানা গেছে।

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মোহনা আলম মৌ, ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের তাসনুভা তাসদিদ প্রান্তি, খুলনা সরকারি মহিলা কলেজের ফারিয়া নুসরাত অরণ্য, জেরিন আনজুম রাইসা ও নুসরাত সুলতানা আমিনা, খুলনা দৌলতপুর দিবা-নৈশ কলেজের শেখ জোবায়ের আহমেদ, খুলনা শহীদ সোহ্রাওয়ার্দী কলেজের পরীক্ষার্থী সৌমিক মন্ডল, লোহাগড়া নবগঙ্গা ডিগ্রি কলেজের মুবতাসিন আহমেদ জাগ্রত ও সোহাগ বিশ্বাস তুর্য।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ জানান, বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের বর্ধিত সময়ে পরীক্ষা নিতে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেয়া হয়েছে। তারা এটি বাস্তবায়ন করবেন।

এই বিভাগের আরোও খবর

Logo