রাতের বেলায় যশোর পৌরসভা এলাকা আলোকিত করার উদ্যোগ নেয়া হয়েছে। শহরের যেসব বৈদ্যুতিক খুঁটিতে বাল্ব নেই সেখানে বাল্ব লাগানো হবে; যাতে মানুষজন নিরাপদে চলাচল করতে পারে। পৌর প্রশাসক ও জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।পৌরসভার সহকারী প্রকৌশলী সাইফুজ্জামান তুহিন জানান, বৃষ্টির হওয়ায় শহরের অনেক বৈদ্যুতিক খাম্বায় লাইট নষ্ট হয়ে গেছে। সেসব এলাকা অন্ধকারে নিমজ্জিত হওয়ায় ওয়ার্ডবাসীর চলাচলে সমস্যা হচ্ছে। অনেক ওয়ার্ডের বাসিন্দারা এ বিষয়ে পৌরসভায় অভিযোগ করেছেন।তিনি জানান, আপাতত ৫০০টি বাল্ব লাগানো সিদ্ধান্ত নেয়া হয়েছে মাসিক সভায়। যাতে কিছুটা হলেও অন্ধকার দূর করা যায়। আগামী সপ্তাহের শেষের দিকে স্ট্রিট লাইটের জন্য ১ কোটি টাকার টেন্ডার করা হবে। টেন্ডারের মাধ্যমে এ লাইট লাগানো হবে।এ ব্যাপারে পৌর প্রশাসক রফিকুল হাসান জানান, পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে পৌরবাসীকে সেবা দেয়া হবে।