বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনের বগি থেকে মাদকসহ চার নারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনের বগি থেকে মাদকসহ চার নারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় বুড়িমারী থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে যাত্রীবেশে থাকা চার মাদক কারবারী নারীকে গ্রেফতার করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। এ সময় তিন নারী মাদককারবারীর কোমড়ে বিশেষ কায়দায় বাঁধা ৯৭ বোতল ফেনসিডিল এবং আরেক নারীর কাছে ১৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো নওগাঁ জেলার পতœীতলার চক গোবিন্দ ডাঙ্গাপাড়ার বাবুল হোসেনের স্ত্রী সালমা আকতার (৫৩), একই গ্রামের মৃত বাহার আলীর মেয়ে শিউলি বেগম (৪০), মৃত মোকলেসের স্ত্রী সানোয়ারা বিবি (৭০) ও মোখলেসের মেয়ে মোরশেদা (৪৫)।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে করতোয়া এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৪ জন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।