গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী এলাকার ইদ্রিস আলী খানের ছেলে মো. শাকিল খান (২৫) এবং গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙা এলাকার মো. হালিম খানের ছেলে মো. হাসিবুল হাসান (২২)থানা সূত্রে জানানো হয়
রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর পাবনার চরমপন্থী নেতা শহিদ মোল্লা হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী এলাকার ইদ্রিস আলী খানের ছেলে মো. শাকিল খান (২৫) এবং গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙা এলাকার মো. হালিম খানের ছেলে মো. হাসিবুল হাসান (২২)থানা সূত্রে জানানো হয়, শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ ও এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে শাকিল খানকে ঢাকার শাহআলী থানা এলাকা থেকে এবং হাসিবুল হাসানকে গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙা এলাকা থেকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনই শহিদ মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উল্লেখ্য, গত ১৩ জুলাই বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ায় মেহগনি বাগানে শহিদ মোল্লাকে মারধর করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গোয়ালন্দ হাসপাতালে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে শহিদ মোল্লার মরদেহ উদ্ধার করে। পরদিন শহিদ মোল্লার ভাই কাদের মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম রবিবার (১০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসা বাদে আসামিরা শহিদ মোল্লা হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। নিহত শহিদ মোল্লা একজন চরমপন্থী নেতা ছিলেন এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যাসহ ৫টি মামলা রয়েছে এবং শহিদ মোল্লা রাজবাড়ী সদর থানা এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতো। নদী কেন্দ্রিক চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। আসামিদেরকে দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।