বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা বিএনপি’র (একাংশ) সাধারণ সম্পাদক জাবেদ রেজা। উপজেলা বিএনপি’র (একাংশ) সাংগঠনিক সম্পাদক মো. শাহীনের সঞ্চালনায় ও রুপসীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি’র (একাংশ) সভাপতি আবদুর রব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান সহ পৌর বিএনপি’র সভাপতি মো. সাইফুদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী, এ্যাডভোকেট আলমগীর চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বান্দরবান জেলা বিএনপি নেতা সেলিম রেজা, জেলা যুবদল নেতা মো. শাহাদাত, উপজেলা মহিলা দলের (একাংশ) সভাপতি শারাবান তহুরা ও ইউনিয়ন বিএনপি নেতা ওমর ফারুক বাবুল। এর আগে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজা’র নেতৃত্বে এক র্যালি ইউনিয়ন সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন, দলের বিভিন্ন অংগ সংগঠনের তৃণমূল পর্যায়ের কয়েকশ নেতাকর্মী।জনসমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আওয়ামী লীগের দুঃশাসন, নির্যাতন, গুম, খুন, নিপিড়ন, রাহাজানী ও ছিনতাইয়ের বিরুদ্ধে ছাত্র-সমাজের গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এই ৫ আগস্টের যে চিন্তা চেতনা একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা এখনো দেশে ঘাপটি মেরে বসে আছে, এখনো ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।