লাখাইয়ে রোপা আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

পারভেজ মিয়া প্রকাশিত: ২ নভেম্বর , ২০২৪ ১৭:৪৩ আপডেট: ২ নভেম্বর , ২০২৪ ১৭:৪৩ পিএম
লাখাইয়ে রোপা আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
ধান উৎপাদনে হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা লাখাই ।

ধান উৎপাদনে হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা লাখাই । লাখাই উপজেলার ৬ টি ইউনিয়নেই সমান তালে চাষ হয় ধান।যা খাদ্য উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখে। আবহাওয়া ভালো তাকায় এবছর রোপা আমান ধান উৎপাদনে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে এ উপজেলার কৃষকেরা।
সরজমিনে উপজেলায় ধানের  জমি পরিদর্শন করে দেখা যায়, এবছর রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সোনালী শীর্ষের ভারে থোকা থোক ধান।যেদিকে তাকাই সেই চোখ জুড়ানো সবুজের সমারোহ।কোথাও নেই কোন ফাঁকা জমি।বাঙালির সেই চিরচেনা রূপ যেন ফসলের জমি।বাতাসে দুলচে  ঢেউ খেলানো ধান গাছ।শুধু সময়ের অপেক্ষায় ধান ঘরে তোলার।  কৃষকেরা জানান এবছর সঠিক সময়ে বৃষ্টি হওয়ার কারণে পানি সেচ দিতে হয়নি।আবহাওয়া ভালো থাকায় রোপা আমন ধান ভালো উৎপন্ন হয়েছে। কয়েক দিনের মধ্যে আমরা ফসল ঘরে তুলবো। উপজেলা কৃষি অধিদপ্তরের তত্ত্বে-৬ টি ইউনিয়নে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ৪৮০০০-৪৯০০ হেক্টর জমি।যার উৎপাদন হতে পারে ২১০০০ মেট্রিক টন ধান। এবং রোপা আমন ধানের জাত গুলো হল ব্রি-ধান ,৮৭,৭৫,৪৯,২৩,২২, ৯৩,ও১০৩, বিনা ধান ৭ ও ১৭। তাছাড়া উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রযুক্তি নির্ভর চাষাবাদে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। 

এই বিভাগের আরোও খবর

Logo