লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে আনারস প্রতীকের নির্বাচনী অফিসে হামলা, ভাংচুর এবং মারধর। এই ঘটনায় ৩জন আহত হয়েছে। আহতদের লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার রাত ৭টা ৫০ মিনিটে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড লম্বাছনখোলার ওয়ারবিল এলাকায় এই ঘটনা ঘটে।
হামলায়,আহতরা হলেন, লম্বাছনখোলার ওয়ারবিল এলাকার বদিউল আলমের ছেলে সিরাজুল ইসলাম (১৯), এন্তেজ আহমদের ছেলে আব্দুল মজিদ (৩২) ও নুরুল আজিমের ছেলে মোঃ জুনাইদ (২১)।
হামলায় আহত আনারস প্রতীকের প্রার্থীর সমর্থক মোঃ জুনাইদ বলেন, আমরা রাত ৭টা ৫০ মিনিটে নির্বাচনী অফিসে বসে মাইক বাজাচ্ছিলাম। এসময় সাপেরঘারা থেকে মোটর সাইকেল প্রার্থীর একটা মিছিল আসছিল। মিছিল থেকে কয়েকজন মানুষ এসে মাইক বন্ধ করতে বলেন। কিছু বুঝে উঠার তারা হামলা করে।
৫টি চান্দের গাড়ি ও শতাধিক মোটর সাইকেল ছিল মিছিলে। মিছিলটি হঠাৎ করে এসে মোস্তফা জামাল এর আনারস প্রতীকের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে সবকিছু ভাংচুর করে ও আমাদের ৩ জনকে আহত করে। ওই মিছিলে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী জাকের হোসেন মজুমদার ছিলেন।যদিও বিষয়টি অস্বীকার করেছেন মোটর সাইকেল প্রার্থী।