লোহাগাড়ায় অকটেনের সাথে পানি মিশিয়ে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

ফাহাদ ইবনে হাশেম প্রকাশিত: ১ অক্টোবর , ২০২৩ ১৬:২৬ আপডেট: ১ অক্টোবর , ২০২৩ ১৬:২৬ পিএম
লোহাগাড়ায় অকটেনের সাথে পানি মিশিয়ে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা
লোহাগাড়া উপজেলা সকল ফিলিং স্টেশনে এ ধরনের অভযান অব্যাহত থাকবে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রট শরীফ উল্যাহ।

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া শাহ পেঠান ফিলিং স্টেশনে অকটেনের সাথে পানি মিশিয়ে বিক্রি করার খবরে ১ লাখ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত । ৩০ সেপ্টেম্বর,গত শনিবার রাত ৯ টার দিকে উপজেলার পদুয়া বাজার এলাকার শাহ পেঠান ফিলিং স্টেশনের মালিককে ভ্রাম্মমান আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যজিট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফ উল্যাহ।

নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া বাজার এলাকার শাহ পেঠান ফিলিং স্টেশনে বেশী লাভের আশায় অকটেনের সাথে পানি মিশিয়ে বিক্রি করে আসছিলো অনেক দিন ধরে। খবর পেয়ে অভিযানে নামেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। উক্ত ফিলিং স্টেশনে গিয়ে অকটেনের সাথে পানি মিশিয়ে বিক্রি করার সত্যতা পায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় ফিলিং স্টেশনের মালিক রাশেদুল ইসলাম কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যজিট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উল্যাহ জানান, উপজেলার পদুয়া শাহ পেঠান ফিলিং স্টেশনে অকটেনের সাথে পানি মিশিয়ে বিক্রির সত্যতা পাওয়া যায় এবং ফিলিং স্টেশনের ম্যনেজার দোষ স্বীকার করায় এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ফিলিং স্টেশন কতৃপক্ষকে পরিশোধন করার আগ পর্যন্ত বিক্রি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। লোহাগাড়া উপজেলা সকল ফিলিং স্টেশনে এ ধরনের অভযান অব্যাহত থাকবে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রট শরীফ উল্যাহ। অভিযানে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo