শেরপুরে ট্রাক সিএনজি ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে হতাহত-৩

মোঃ মানিক মিয়া প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী , ২০২৪ ০৯:১৯ আপডেট: ১৯ ফেব্রুয়ারী , ২০২৪ ০৯:১৯ এএম
শেরপুরে ট্রাক সিএনজি ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে হতাহত-৩
শেরপুরের ঝিনাইগাতীর তেতুলতলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খোরশেদ নামের একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। দমকল বাহিনীর লোকজন আহতদের উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় মাদ্রাসা শিক্ষক আবদুল কাদের (৪৫) ও সিএনজি অটোরিকশা চালক ঝিনাইগাতীর শালদার মাইদুল ইসলামের ছেলে বিল্লাল হোসেনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

শেরপুরের ঝিনাইগাতীর তেতুলতলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খোরশেদ নামের একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। দমকল বাহিনীর লোকজন আহতদের উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় মাদ্রাসা শিক্ষক আবদুল কাদের (৪৫) ও সিএনজি অটোরিকশা চালক ঝিনাইগাতীর শালদার মাইদুল ইসলামের ছেলে বিল্লাল হোসেনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।


নিহত খোরশেদ আলম ঝিনাইগাতীর জুলহাস উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজি অটোরিকশা ও পানভর্তি একটি ট্রাক ঝিনাইগাতীর তেঁতুলতলায় মুখোমুখি সংঘর্ষ হয় এবং সিএনজি অটোরিকশাটি ট্রাকের নীচে পড়ে। পরে ঝিনাইগাতীর দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করেছি এখন পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

এই বিভাগের আরোও খবর

Logo