শেরপুরে ত্রাণ নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন জামায়াতের নেতারা

নাম :রেজাউল হাসান প্রকাশিত: ৬ অক্টোবর , ২০২৪ ১৪:১৫ আপডেট: ৬ অক্টোবর , ২০২৪ ১৪:১৫ পিএম
শেরপুরে ত্রাণ নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন জামায়াতের নেতারা
রবিবার (৬ অক্টোবর ) সকালে শেরপুরের গাজির খামার, নকলা১নং ইউনিয়ন, ২নং নকলা ইউনিয়ন, ৩নং উরফা ইউনিয়ন ও নালিতাবাড়ী পৌরসভা ৮নং ওয়ার্ডে,গড়কান্দা মডেল উচ্চ বিদ্যালয়ে, নয়াবিল গ্রাম,বাইপাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শেরপুর জেলার বিভিন্ন গ্রাম গুলোতে জেলা আমির মাওলানা হাফিজুর রহমানের নির্দেশনায় ত্রাণ বিতরণ করেন।

শেরপুরের বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে চলেছে জামায়াতে ইসলামী। দলের নেতারা নৌকা ও হাঁটুপানি মাড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন।

রবিবার (৬ অক্টোবর ) সকালে শেরপুরের গাজির খামার, নকলা১নং ইউনিয়ন, ২নং নকলা ইউনিয়ন, ৩নং উরফা ইউনিয়ন ও নালিতাবাড়ী পৌরসভা ৮নং ওয়ার্ডে,গড়কান্দা মডেল উচ্চ বিদ্যালয়ে, নয়াবিল গ্রাম,বাইপাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শেরপুর জেলার বিভিন্ন  গ্রাম গুলোতে জেলা আমির মাওলানা হাফিজুর রহমানের নির্দেশনায় ত্রাণ বিতরণ করেন।

তিনি বলেন,শেরপুরের ঝিনাইগাতী, শ্রীবর্দী ও নালিতাবাড়ী পৌর এলাকা সহ বন্যাকবলিত ইউনিয়নে দুদিনে প্রায় ৫০০০ পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে। এক হাজার আশ্রিতকে রান্না করা খাবার দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পযন্ত ত্রাণ দেওয়া অব্যাহত থাকবে ইনশাআল্লাহ 

এ সময় শেরপুর শহর জামায়াতের নায়াবে আমির গোলাম কিবরিয়া,নালিতাবাড়ী উপজেলা  জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, নকলা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম সারোয়ার,নালিতাবাড়ীর সেক্রেটারি শাহাদাৎ বিএসসি,  শহর  জামায়াতের সেক্রেটারি মাওলানা হাসান,সংগ্রামের সাংবাদিক রেজাউল হাসান সহ স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মী  উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo