শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থার উদ্যোগে সবজি ডোনেট বক্স উদ্বোধন

জোবায়ের সোহাগ প্রকাশিত: ১৭ মার্চ , ২০২৪ ১০:৩৭ আপডেট: ১৭ মার্চ , ২০২৪ ১০:৩৭ এএম
শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থার উদ্যোগে  সবজি ডোনেট বক্স  উদ্বোধন
শেরপুরের শ্রীবরদীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির তালিকায় পিছিয়ে নেই সবজির বাজার। রমজান মাসে আগুনে ঘি ঢালার মতো অবস্থা, কারণ আরও বেড়েছে দুধ-ডিম, সবজিসহ সব পণ্যের দাম। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

শেরপুরের শ্রীবরদীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির তালিকায় পিছিয়ে নেই সবজির বাজার। রমজান মাসে আগুনে ঘি ঢালার মতো অবস্থা, কারণ আরও বেড়েছে দুধ-ডিম, সবজিসহ সব পণ্যের দাম। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
 
এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে শ্রীবরদী সমাজ কল্যাণ ও রক্তদান সংস্থা নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন। 
উপজেলার সর্ববৃহৎ শ্রীবরদী বাজারে বসানো হয়েছে সবজি ডোনেট বক্স। সেখানে সাইন বোর্ডে লিখা রয়েছে, ‘যাদের সার্মথ্য আছে তারা ডোনেট বক্সে সবজি রাখবেন। আর যাদের সবজি কেনার টাকা নাই তারা ডোনেট বক্স থেকে সবজি নিতে পারবেন।’ ফলে অনেকে এসে ডোনেট বক্সে সবজি রাখছেন আবার অনেকে সেখান থেকে বিনামূল্যে সবজি নিয়ে যাচ্ছেন।

শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থার সভাপতি মো: সাজ্জাদ হোসাইন শাকিল জানান, যদিও আমাদের মূল লক্ষ্য রক্ত সংগ্রহ এবং যাদের জরুরি রক্তের প্রয়োজন, তাদের পাশে দাঁড়ানো। কিন্তু দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো কোণঠাসা হয়ে পড়েছেন। রমজান মাসে তারা আরও প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।

এ সময়  উপস্থিত ছিলেন, তরুণ সমাজসেবক  মোকাদ্দেছ কাওসার, শ্রীবরদী কাঁচা বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক  মো: মিনাল।
এবং সংগঠনের স্বেচ্ছাসেবীদের মধ্যে মো: আসিফ আহমেদ দিপু, মোঃ সুমন হাসান, মোঃ আব্দুল মবিন, মোঃ মনির হোসেন,মোঃ সাকিল হোসেন আসিফ,মোঃ আব্দুল আল রাহিম, বিপুল হাসান, মো: স্বাধীন,  পলাশ, তৌহিদুল ইসলাম,মোঃ রাকিবুল হাসান রোমান, মোঃ শফিকুল ইসলাম শপন সহ আরো অনেকেই,

 এ ব্যাপারে শ্রীবরদী  পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল  জানান, এটি একটি মহৎ উদ্যোগ, আয়োজকদের উদ্দেশ্য সফল করতে তাদের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo