রাজধানী ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাব।
রাজধানী ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাব। সোমবার বিকালে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে পৌর শহরে উপজেলা প্রশাসন ও পরিষদ কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, গৌরীপুর বার্তার সম্পাদক ম. নূরুল ইসলাম, প্রেসক্লাবের সহসভাপতি আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, মশিউর রহমান কাউসার, শিল্প ও সাহিত্য সম্পাদক তিলক রায় টুলু, ফারুক আহাম্মদ প্রমুখ।
কর্মসূচিতে বক্তরা বলেন, রাজধানী ঢাকায় রাজনৈতিক দলের সমাবেশে কর্তব্যপালনরত সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন সাংবাদিকতা পেশার জন্য হুমকি ও উদ্বেগজনক। আমরা সাংবাদিদের পেশাগত কাজে মাঠপর্যায়ে নিরাপত্তা ও সাংবাদিক নিরাপত্তা আইন পাস করার দাবি জানাচ্ছি। এ সময় বক্তরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি আহত সাংবাদিকদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তরা।