চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী 'ঈদ স্পেশাল-০৯’ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।লাইন স্বাভাবিক করার জন্য কাজ চলতেছে বলে জানান। তবে এই প্রতিবেদন লিখা পর্যন্ত (১২টা) ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।আইকনিক রেল স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী এইসকল তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী 'ঈদ স্পেশাল-০৯’ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।লাইন স্বাভাবিক করার জন্য কাজ চলতেছে বলে জানান। তবে এই প্রতিবেদন লিখা পর্যন্ত (১২টা) ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।আইকনিক রেল স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী এইসকল তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আর ও জানান চট্টগ্রাম থেকে বুধবার সকাল ৭ঃ৩০ মিনিটে (২৪ এপ্রিল) ছেড়ে আসা ‘ঈদ স্পেশাল-০৯’ ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে। এটি ডুলাহাজারা স্টেশন চকরিয়া উপজেলা পার হতেই ট্রেনের শেষ তিনটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে ১১টি বগি ছিল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে বগি লাইন থেকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে লাইনটি স্বাভাবিক করা সম্ভব হবে বলে জানিয়েছেন। গরমসহ নানা কারণে লাইনের কোনো অবস্থান সরে যাওয়ায় বগি তিনটি লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিক ধারণা করেছেন। তদন্ত কমিঠি গঠন পূর্বক কোন দুষ্কৃতকারীর কাজ কিনা তা খতিয়ে দেখা হবে।