বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরিফুল ইসলাম শুভ(২৮) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরিফুল ইসলাম শুভ(২৮) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
গত মঙ্গলবার(২৮ নভেম্বর) রাত ১১ টার সময় উপজেলার সান্তাহার পৌর শহরের পৌওতা রেলগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল আরহীকে তল্লাশি করে তার কাছে থাকা ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় আরিফুল ইসলাম শুভ নামের ঐ মোটরসাইকেল আরোহীকে গ্রে ফতার করা হয় ও তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম শুভ উপজেলার তালশন মসজিদ পাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে।
বগুড়া খ সার্কেল সান্তাহার মদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস, এম, এলতাস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বুধবার সকালে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে পেরণ করা হয়েছে।