সালথায় উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানকে নির্বাচিত ঘোষণা

নাজিম বকাউল প্রকাশিত: ৪ মে , ২০২৪ ০৭:৪৭ আপডেট: ৪ মে , ২০২৪ ০৭:৪৭ এএম
সালথায় উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাবেক চেয়ারম্যান  ওয়াহিদুজ্জামানকে নির্বাচিত ঘোষণা
ফরিদপুর জেলার সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান মো: ওয়াহিদুজ্জামানকে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত ঘোষনা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

ফরিদপুর জেলার সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান   মো: ওয়াহিদুজ্জামানকে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত ঘোষনা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।  

 মনোনয়ন পত্র জমা দেওয়া অপর প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান  ওয়াদুদ মাতুব্বরের  মনোনয়ন পত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

 ১লা মে  বুধবার রিটার্নিং অফিসার  ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর এক লিখিত আদেশে অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায়  মো: ওয়াহিদুজ্জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করেন। 

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো ইয়াছিন কবীর বলেন, অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মো:ওয়াহিদুজ্জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সালথা উপজেলা  চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়েছে।পরবর্তীতে  আদালতের কোন নির্দেশনা এলে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রসঙ্গত , ২১ মে সালথা  উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 মনোনয়ন পত্র বাতিলের বিষয়ে জানার জন্য উপজেলা চেয়ারম্যান  ওয়াদুদ মাতুব্বরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে  পাওয়া যায়নি ।  

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান প্রার্থীদের সাথে নির্বাচনী কর্মকান্ড ও পরিবেশের বিষয়ে তথ্যাদি জানার জন্য যোগাযোগ করার চেষ্টা করলে বেশিরভাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা সাংবাদিকদের ফোন রিসিভ করছে না ।  ফরিদপুরের ৯ টি  উপজেলা পরিষদের নির্বাচন ৩ ধাপে  নির্বাচন অনুষ্ঠিত হবে । ১ম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ ই মে । উপজেলাগুলো হচ্ছে ফরিদপুর সদর , চরভদ্রাসন ও মধুখালী উপজেলা । 

এই বিভাগের আরোও খবর

Logo