দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সুসিষ্টেম, আর এই সুসিষ্টেম জন্য দরকার সুন্দর নির্বাচন। আর তার জন্য প্রয়োজন স্বাধীন নির্বাচন কমিশন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। তিনি বলেছেন, "গত ৫৩ বছরে দেশে সুসিস্টেম গড়ে ওঠে নি। আমরা সংষ্কারের মাধ্যমে সুসিস্টেম গড়ে তুলতে চাই। পুরানো সিস্টেমকে যদি আমরা না ভাংতে পারি তাহলে দেশে আবার ফ্যাসিবাদি শাসন ব্যবস্থা কায়েম হবে।"
আজ সোমবার কুড়িগ্রাম সদর উপজেলার একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় জেলার নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জনপ্রতিনিধিগণ।
আতিক মুজাহিদ বলেন, "আমাদের সংবিধান একটি নষ্ট সংবিধান। এ সংবিধানে একক ক্ষমতা দেয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। এই সাংবিধানিক শাসনব্যবস্থায় যিনি ক্ষমতায় আসবেন তিনি ফ্যাসিস্ট হয়ে যাবেন। তাই এই সংবিধানের সংষ্কার প্রয়োজন। সংবিধানে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতার কথা উল্লেখ থাকতে হবে। যাতে করে তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকেন। সংস্কার না করলে এই দেশে কেউ কারো প্রতি দায়বদ্ধতায় থাকবে না। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন কে নির্বাচনের জন্য স্বাধীন করতে হবে। নতুন করে সীমানা নির্ধারণ করতে হবে। এই নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থাপনায় প্রয়োজন সংস্কার।
দলদাস হওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, " আমাদের দেশের স্বার্থের জনগণের স্বার্থে রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করতে হবে। কোন দলের দলদাস হওয়া যাবে না। জনগণের সেবক হতে হবে। আর সেই লক্ষ্যে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি। দলমত নির্বিশেষে আমাদের এক হয়ে কাজ করতে হবে।"
এসময় বক্তারা বলেন, বিগত দিনে সরকার শুধু আমাদের কাছে নিয়েছে। আমাদের কিছুই দেয়নি। আমরা ভবিষ্যতে এমন নেতৃত্ব চাই, যারা থাকবে জনবান্ধব। জনগণের কল্যাণে কাজ করবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আব্দুল আজিজ, জাতীয় নাগরিক কমিটির সংগঠক মুকুল মিয়া, রাশেদুজ্জামান তাওহীদ প্রমুখ।