বিয়ানীবাজার উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সহিদুর রহমান প্রকাশিত: ২৫ এপ্রিল , ২০২৪ ১২:০৮ আপডেট: ২৫ এপ্রিল , ২০২৪ ১২:০৮ পিএম
বিয়ানীবাজার উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার সকল জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের সাথে উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।


সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার সকল জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের সাথে উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অংশ নেন জেলা পরিষদের সদস্য খসরুল হক, সহকারী কমিশনার ভূমি কাজী শারমিন নেওয়ার, বিয়ানীবাজার আদর্শ মহিলা কদলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর, জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান,  প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মবিন হাই, সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার, সমবায় বিষয়ক কর্মকর্তা কৃষ্ণা তালুকদার, দারিদ্র বিমোচন কর্মকর্তা আনিস হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুর রহমান, একাডেনিক সুপারভাইজার আরিফুর রহমান, ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, আব্দুল মন্নান, জালাল উদ্দিন, তুতিউর রহমান, আমান উদ্দিন, ফরিদ আহমদ ও দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহমদ হোসেন বাবুল সালেহ আহমদ বাবুল ও নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক হারুনর রশীদ দিপু, সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, আমি বিয়ানীবাজারে আপনাদের সেবা করার জন্য এসেছি। আপনাদের যেকোনো সমস্যার কথা আমাকে বলবেন। আমি আপনাদের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি বলেন, আমি আমার সাধ্যনুযায়ী সরকারের নিয়মনীতি অনুসরণ করে এ উপজেলার সকল কল্যাণে কাজ করার চেষ্টা করব। এজন্য আমি উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

এসময় বিয়ানীবাজার প্রবাসী অধ্যুষিত উপজেলা হওয়ায় প্রবাসীদের নানা সমস্যা সমাধানে নবাগত ইউএনও’র সহযোগিতা প্রত্যাশা করেন উপস্থিতবৃন্দ। পাশাপাশি উপজেলার বিভিন্ন পরিস্থিতি তুলে ধরে নবাগত ইউএনও’কে প্রশাসনিক কর্মকাণ্ডে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তারা।

এই বিভাগের আরোও খবর

Logo