নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৪ নং কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামস্থ " হালিমা-ছাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইয়াবা লেনদেনকালে ১৮৪০ পিস ইয়াবা দুই জোড়া স্বামী স্ত্রী সহ ৫ ইয়াবা কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতরা হলেন-সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারি ইউনুছ ফকির, তার স্ত্রী ওয়াশিমা আফরিন প্রকাশ আফরিন আক্তার (২৬) ও তার প্রধান সহযোগী ফেনীর দাগনভূঁইঞা উপজেলার মোঃ ইয়াছিন প্রকাশ সাইফুল (৪৩) ,কক্সবাজারের চকরিয়া থেকে আসামী মনিরুল হাসান ইমন (২৫) এবং তার স্ত্রী রোজিনা আক্তার (২৩)।
গ্রেপ্তারকৃত আসামী ইউনুছ ফকির (৪৬) নোয়াখালী জেলার তালিকাভুক্ত ইয়াবার গডফাদার। এর পূর্বেও আসামীর বিরুদ্ধে নোয়াখালী জেলায় ০৫টি, ফেনী জেলায় ৪টি এবং ভোলা জেলায় ০১টিসহ মোট ১০টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানানো হয় - প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, কক্সবাজারের চকরিয়া থেকে আসামী মনিরুল হাসান ইমন এবং তার স্ত্রী রোজিনা আক্তার ইয়াবা সংগ্রহ করে নোয়াখালী নিয়ে আসে। পরে সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারি ইউনুছ ফকির, তার স্ত্রী ওয়াশিমা আফরিন প্রকাশ আফরিন আক্তার ও তার প্রধান সহযোগী ফেনীর দাগনভূঁইঞা উপজেলার মোঃ ইয়াছিন প্রকাশ সাইফুল পরস্পর যোগসাজশে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, ভোলার বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে অভিযান চালিয়ে সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামস্থ "হালিমা-ছাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইয়াবা লেনদেনকালে ১৮৪০ পিস ইয়াবা তাদেরকে আটক করা হয়।