সোনাইমুড়ীতে প্রবাসী ছোট দুই ভাইয়ের অর্থ আত্মসাৎ, অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

মোঃ হানিফ প্রকাশিত: ১০ এপ্রিল , ২০২৫ ১৩:৪০ আপডেট: ১০ এপ্রিল , ২০২৫ ১৩:৪০ পিএম
সোনাইমুড়ীতে প্রবাসী ছোট দুই ভাইয়ের অর্থ আত্মসাৎ, অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে
সোনাইমুড়ি উপজেলা নান্দিয়াপাড়া গ্রামের প্রবাসী আকরাম হোসেন ও আমজাদ হোসেন এর ১২বছরের অর্জিত অর্থ আত্মাস্বাৎ এর অভিযোগ উঠছে তাদের বড় ভাই আব্দুর রহমান এর বিরুদ্ধে

সোনাইমুড়ি উপজেলা নান্দিয়াপাড়া গ্রামের প্রবাসী আকরাম হোসেন ও আমজাদ হোসেন এর ১২বছরের অর্জিত অর্থ আত্মাস্বাৎ এর অভিযোগ উঠছে তাদের বড় ভাই আব্দুর রহমান এর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেলে ছোট ভাই আমজাদ হোসেন তাদের বাড়িতে সাংবাদিকদের কাছে এই অভিযোগ তুলে ধরেন। 

আমজাদ হোসেন জানান, গত ২০১২ সাল থেকে আমেরিকা প্রবাসী আমার মেঝ ভাই এর মাধ্যমে আমার ও তার টাকা আমার বড় ভাই আব্দুর রহমান কাছে প্রেরণ করে আসতেছি।  তারাই  মধ্যে ঢাকা একটি জায়গা  ক্রয় করার জন্য ১কোটি ৫৩লাখ টাকা দাম নির্ধারণ করেন। সেই আলোকে  মেঝ ভাই ও আমি সম্পূর্ণ  টাকা বড় ভাইয়ের নামে পাঠিয়ে দিই। সরকারি নিয়ম অনুযায়ী  ছাব-কবলা রেজেষ্ট্রি  সম্পূর্ণ করা হয়। তারই ধারাবাহিকতায় এলাকায় পারিবারিক উন্নয়ন জন্য আমরা প্রবাসী দুই ভাই টাকা পাঠাইতে থাকি। এর মধ্যে বাবা ও মা দুই জনই মারা যায়। আমার শারিরিক অসুস্থতার কারণে দেশে চলে এসে জানতে পারি ঢাকার ক্রয়কৃত জাগায় আমার নাম বাদ দিয়ে বড় ভাই আব্দুর রহমানের নামে খরিদ ।

এতে আমার মনে প্রশ্ন জাগলে আমি এলাকায় এসে আমাদের ও বাবার সম্পত্তি  ব্যবসা প্রতিষ্ঠান ও মালিকানা দোকান নিয়ে হিসাব নিকাশে বসতে বলি। পরে আত্মীয় স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রবাস থেকে পাঠানো টাকা, দোকান ,ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব দেয়ার  সিদ্ধান্ত হয়। পরের দিন বাবার রেখে যাওয়া দোকানঘর অন্যের নামে সাইনবোর্ড ঝুলানো দেখে বড় ভাইকে জিজ্ঞেস করলে টাকার প্রয়োজন হওয়া ১লক্ষ টাকা বিক্রি করছে বলে আমাকে জানায়। তাই মঙ্গলবার সকালে পরিবারের অন্যান্য সদস্য ও বোনদের পরামর্শে আমাদের ব্যবসা  প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়ে থাকি এবং সকল ভাই-বোনদের সম্পূর্ণ সম্পত্তি বুঝিয়ে দিয়ে পরে দোকান খোলার কথা জানিয়ে দিই। দুপুরে বড় ভাই এসে তালা ভেঙ্গে দোকানে মালামাল বিক্রি করে।  এবং সকল ভাড়াটিয়াদের  বাসা ছেড়ে দেওয়ার এবং ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্নের হুমকি দিয়ে যায়।মেঝ ভাই ও আমার উপার্জিত অর্থ, বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাই বোনদের ন্যায্য  প্রাপ্য বড় ভাই কব্জা থেকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপে কামনা করছি। তার  এইসব কর্মকাণ্ডের সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। 

এই বিভাগের আরোও খবর

Logo