মাসুদ রেজা ফিরোজী

মাসুদ রেজা ফিরোজী

মাদারীপুর জেলা প্রতিনিধি

সাংবাদিকতার শুরু ১৯৮৫ সাল থেকে । আগ্রহের বিষয়: জাতীয় ,অপরাধ।


আমতলীতে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহতের ৭ জনই মাদারীপুরের শিবচরের

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহতের মধ্যে ৭ জনই মাদারীপুর জেলার শিবচর উপজেলারভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া এলাকার সাবেক সেনা সদস্য মাহাবুবর রহমান সবুজ এর পরিবারের সদস্য। শনিবার (২২ জুন) দুপুরে বরগুনা জেলার আমতলী এলাকার হলদিয়া - চাওড়া সীমান্ত বর্তী চাওড়া হলদিয়া খালের ওপর লোহার ব্রিজ ভেঙে মাইক্রোবাস পানিতে পড়ে এ দূর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে নারী-শিশুসহ ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভূমধ্যসাগরে নিহত ;দ্রুত মৃতদেহ হস্তান্তরের দাবী পরিবারের

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা মঙ্গলবার (১৮ জুন) ইতালির দক্ষিণ উপকূলে ডুবে গিয়ে ১১ জন বাংলাদেশি নিহত হলে এদের মধ্যে মাদারীপুরের ৩ জন যুবক ছিলেন। এদের একজনের নাম সাব্বির আকন। নিহত সাব্বিরের বাবাও দুই বছর আগে একইভাবে অবৈধপথে ইতালিতে যান।

ভূ-মধ্যসাগরে ১১ জন নিহতের মধ্যে ৩ জনই মাদারীপুরের

জানা যায়, মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া পৌঁছে যায় । এর আগে তিনি একবার সমুদ্র পথে ভূ-মধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ব্যর্থ হন। মঙ্গলবার (১৮ জুন) লিবিয়া হয়ে ইতালী যাবার জন্য ইঞ্জিনচালিত নৌকায় সাগর পাড়ি দিতে গিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে । এদের মধ্যে মাদারীপুরের শিবচরের আলী হাওলাদার, সাব্বিরসহ তিনজন ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা । এ দুর্ঘটনায় তিনজনেই মাদারীপুরের শিবচরের।

শিবচরে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভুক্তভোগী ওই গৃহবধূ (৩০) একই এলাকার বাসিন্দা। তার স্বামী প্রতিবন্ধী হওয়ায় অভিযুক্ত ওই ব্যক্তি একাধিকবার ধর্ষণ করেন বলে জানা গেছে। শুক্রবার (১৪ জুন) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।বুধবার (৫ জুন) শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামার কান্দি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটলেও থানায় অভিযোগ দেয়া হয়েছে শুক্রবার রাতে।

প্রাইভেটকার নিয়ে এসে প্রকাশ্যে কলেজ ছাত্রীর চেইন ছিনতাই

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাসি খামন কলেজের উদ্দেশ্য বাড়ি থেকে বেরিয়ে কিছুদূর হেঁটে যাওয়ার পথে সাদা রংঙের একটি প্রাইভেটকার এসে তার সামনে এসে দাঁড়ায়। এসময় ওই প্রাইভেটকার থেকে ৩/৪ জন ছিনতাইকারী বেড়িয়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে চলে যায়। এসময় সড়কে কোনো লোকজন ছিল না।

শিবচরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

তবে কোন পরিবহনের চাপায় তিনি নিহত হয়েছেন তা শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত আহমদ বেপারী শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের বাহাদুরপুর বালাকান্দি এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পাঁচ্চর নাইম ফিলিং স্টেশনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে পার হয়ে অপর পাশে দিয়ে হেটে যাচ্ছিলেন আহমদ বেপারী এসময় ঢাকাগামী অজ্ঞাত পরিবহনের চাপা দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেন।

সাবেক স্ত্রীর সাথে কথা বলায় সংঘর্ষে দুই পুলিশসহ আহত ১৫, আটক ১৮

এ সংবাদ ছড়িয়ে পড়ালে পূর্ব রাস্তি এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত সংঘর্ষ দফায় দাফয় চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সংঘর্ষে দুই পুলিশসহ আহত হয়েছে ১৫ জন।১৮ জনকে আটক করা হয়েছে। আর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। এদিকে এসআই নজরুল ইসলামসহ আহত দুই পুলিশ সদস্যকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে

স্থানীয় সূত্রে জানা গেছে, শিচরের চান্দেরচর বাজারের খামারি মিলন মুন্সির খামারে রাত ৩টার দিকে আগুন লাগে। এসময়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে খামারে রাখা ১৩টি গরু যা পুড়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা। একই সাথে প্রায় ১০ লক্ষ টাকার মুরগি পুড়ে মারা যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Logo