মোঃ এরশাদ আলী

মোঃ এরশাদ আলী

আদমদীঘি উপজেলার প্রতিনিধি

সাংবাদিকতার শুরু ২০২১ সাল থেকে ।


আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার বৃদ্ধ

রবিবার সকালে গ্রেপ্তার দেলোয়ারকে অদালতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার শিবপুর দক্ষিনপাড়ার মৃত খবির সাকিদারের ছেলে। এর আগে, শনিবার রাতে ওই শিশুর মা বাদি হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।মামলা থেকে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার দুপুর সাড়ে ১২টায় তিন বছর বয়সী ওই শিশু এবং তার পাঁচ বছর বয়সী বোন বসতবাড়ীর পাশের মাঠে বেশ কয়েকজন শিশুর সাথে খেলাধূলা করছিল।

আদমদীঘিতে অনুমোদন ছাড়াই সড়কের গাছ কাটার অভিযোগ

জানা গেছে, গত ১৬ বছর আগে উপজেলার সান্তাহার ইউপির দমদমা গ্রামের ২৮জন যুবকরা মিলে সড়কের দু’পাশে দেড় শতাধীক ইউক্যালেপ্টাস গাছ রোপন করেন। তাঁরা নিজ উদ্যোগে গাছগুলো পরিচর্যাও করেন। কাউকে না জানিয়েই হঠাৎ বুধবার সকাল থেকে আব্দুস সালাম গাছগুলো কাটতে শুরু করেন। খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে পুলিশ ঘটনাস্থলে এসে অবসরপ্রাপ্ত ওই শিক্ষক ও কাঠ ব্যবসায়ীকে গাছ কাটতে নিষেধ করেন।দমদমা গ্রামের সাবেক ইউপি সদস্য আতোয়ার রহমান বলেন, ‘গাছগুলো আমার ছেলে শাহরিয়ার কবির শিপলুসহ আমার মহল্লার প্রায় ২৮জন যুবক রোপন করেন। কিন্তু তাদের না জানিয়েই গাছগুলো কাটা শুরু করেন।

চোরাই মোটরসাইকেল বেচা-কেনার সময় পুলিশের অভিযান; আটক-২

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, উপজেলার চাঁপাপুর-আবাদপুকুর সড়কের ফাঁকা একটি স্থানে কয়েকজন ব্যক্তি চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয় ।

আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জানা যায়, গত বৃহস্পতিবার আদরী বেগম তার সন্তানদের নিয়ে রাতের খাবার শেষে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন শুক্রবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে বাড়ির লোকজন তাকে ডাকতে গিয়ে দেখে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে শুক্রবার দুপুরে পুলিশ তার লাশটি উদ্ধার করে।

সান্তাহারে অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির সভাপতিকে বহিষ্কার করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা

সোমবার দুপুরে আদমদীঘি উপজেলার সান্তাহার উপহার টাওয়ারে সেফালী কনভেনশন সেন্টারে সংগঠনটির জরুরি তলবী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেখানে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টুকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে।

সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু; এক মাস পর র‌্যাবের হাতে পলাতক ট্রাকচালক আটক

জানা যায়, গত (৫মে) সকালে উপজেলার নসরৎপুর বাজার থেকে কুন্দগ্রাম যাওয়ার পথে নিমকুড়ি মোড়ে সকাল ১০ টার দিকে বেপরোয়া গতিতে ইট ভর্তি ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে মারা যায় আব্দুস সালাম। এসময় অজ্ঞাত ট্রাক চালক পালিয়ে যায়। এ ঘটনায় সেই দিনই থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের পর র‌্যাব তদন্তের মাধ্যমে রবিবার (৯ জুন) মধ্য রাতে পলাতক ট্রাক চালকে আটক করে।

আদমদীঘিতে বিদ্যালয়ের কোটি টাকার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

জানা গেছে, গত বছরের ৫ নভেম্বর উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন তলা ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ১ কোটি ১৬ লাখ ৫৮ হাজার ২৯৯ টাকা ব্যায়ে ঠিকাদারী প্রতিষ্ঠান এস.কে এন্টারপ্রাইজের মোহাম্মদ সোহেল নামের এক ঠিকাদার কাজটি শুরু করেন। ভবনটির নির্মাণ কাজ শুরুর পর থেকে নিম্নমানের ইট, বালু ও পাথর ব্যবহার করা হচ্ছে। ফলে নির্মানাধীন ভবনে প্লাস্টারের আগেই শ্যাঁওলা ধরে দেওয়াল নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে। বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে এসব বিষয় নিয়ে এলজিইডি প্রকৌশল বিভাগে অভিযোগ করা হলেও তারা কোনো পদক্ষেপ না নেওয়ায় নিম্নমান সামগ্রী দিয়েই কাজ পরিচালনা করছেন ওই ঠিকাদারী প্রতিষ্ঠানটি।

আদমদীঘিতে পশুর হাটে অবৈধ টোল আদায় বন্ধের ঘোষণা চেয়ারম্যানের

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু সাংবাদিকদের মাধ্যমে জনগণের উদ্দেশে বলেন, কোরবানির সময় পশু কিনতে অনেকেরই হিমশিম খেতে হয়। এর মধ্যে অতিরিক্ত খাজনা দিতে হলে সাধারণ মানুষ যাবে কোথায়।

Logo