মোঃ মানিক মিয়া

মোঃ মানিক মিয়া

স্টাফ রিপোটার (শেরপুর)


শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশের রাস্তা বন্ধ করায় বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা

উপজেলার রানীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী খাড়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা বন্ধের ঘটনা ঘটেছে। এনিয়ে এলাকায় চাঞ্চাল্য বিরাজ করছে। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় খাড়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটি বাঁশের খুটির বেড়া ও সুপারি গাছ লাগিয়ে বন্ধ করে দিয়েছে জমরি মালিক পক্ষ। গত ৬ আগস্ট জমির মালিক একই গ্রামের কোমর আলী (৫০) ও তাঁর পরিবারের লোকজন মিলে রাস্তাটি বন্ধ করে দেয়।

শেরপুরে কোটা আন্দোলনের পক্ষে-বিপক্ষে আহত-২০

পরে সাধারন শিক্ষার্থীদরা মিছিল নিয়ে কলেজ গেইট থেকে থানার মোড়ের দিকে অগ্রসর হলে এসময়ে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শহরের নিউমার্কেট মোড়, থানা মোড় ও চকবাজারে ওইসব সংঘর্ষ ঘটে। ওইসব ঘটনায় পুলিশ, কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শেরপুর নালিতাবাড়িতে ৭ পৃষ্ঠার চিরকুট লিখে গৃহবধুর আত্মহত্যা

শনিবার (১৩ জুলাই) রাত দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরি পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। রবিবার (১৪ জুলাই) সকালে গৃহবধূ সুমাইয়ার মরদেহ ও চিরকুট উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শেরপুরে ১৩৩ বোতল অবৈধ ভারতীয় মদসহ আটক এক

এসময় মাদক কারবারি কুখ্যাত মাদক সম্রাট মোঃ মোকছেদ আলীকে (৩৮) আটক করে পুলিশ ‌। মোকছেদ আলী নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা গ্রামের মোঃ হাছান আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ডিবির এসআই সাইফুল মালেক এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম সোমবার সকালে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ধুপাকুরা এলাকায় অভিযান চালায়।

শেরপুরে বিপদসীমার উপরে চেল্লাখালী নদীর পানি

একইসাথে বেড়েছে মহারশী, সোমেশ্বরী, ভোগাই, মৃগী ও পুরাতন ব্রক্ষপুত্র নদের পানি বাড়তে শুরু করেছে, তবে এখনও সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ড। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গেলো ২৪ঘন্টায় শেরপুরে ৩০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে শেরপুরসহ আশপাশের এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

শেরপুরে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি

ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে জেলার খাল-বিল ও জলাশয় কানায়-কানায় পূর্ণ হয়েছে। চলমান বৃষ্টি অব্যাহত থাকলে জেলার সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শেরপুর সদর উপজেলায় বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর কাঁচা বাঁধের কয়েকটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে।

গারো পাহাড়ে মাটিতে মিষ্টি-সুস্বাদু আঙ্গুরের চাষাবাদ

খেতেও বেশ সুস্বাদু, আর মিষ্টি রসালো ফল অনেকেই বাগান হতে কিনে নিচ্ছেন। আবার কেউ কেউ চারা সংগ্রহ করছেন। আব্দুল জলিল জানান, গত বছর ভারতে ঘুরতে গিয়ে শখের বসে দুই জাতের ১০টি আঙ্গুর ফলের চারা নিয়ে আসেন। এরপর আরো দুই ধাপে ৪০ জাতের ৮০টি চারা আনেন। নিজের ১৫ শতাংশ জমিতে এসব চারা রোপণ করেন। এতে সব কিছু মিলিয়ে তার খরচ হয় এক লাখ ২০হাজার টাকা। পরিচর্যার পর বাগানে আসতে শুরু করেছে সুমিষ্ট ফল। থোঁকায় থোঁকায় আঙ্গুর ধরেছে প্রায় সব গাছেই। যা বিক্রি করে লাভের আশা করছেন। এছাড়া নিজেই উৎপাদন শুরু করেছেন আঙ্গুরের চারা।উদ্যোক্তা আব্দুল জলিল আরও বলেন, আমার কাছে চারা আছে, যদি কারো আগ্রহ থাকে তাকে দিতে পারবো। আঙ্গুর চাষ যে বাংলাদেশে হয়, আমি নিজে তার প্রমাণ পেয়েছি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে চারা লাগানোর ১০ মাস পর বাগানে আসে ফল।

শেরপুরে ইউপি চেয়ারম্যানকে হামলা-প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ

এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরীও করা হয়েছে। আমি আইনের আশ্রয় নিলেও বার বার আইনের ফাঁক-ফোঁকর দিয়ে তারা পার পেয়ে যাচ্ছে এবং আমার ক্ষতি করার চেষ্টায় লিপ্ত হচ্ছে। ইউপি চেয়ারম্যান আকবর বলেন, খোকনসহ তার চক্রের লোকজন ভারতীয় কাপড় ছিনতাইয়ের মামলায় বেশ কয়েকবার জেল খেটেছেন। এছাড়া তার চক্রের সদস্যরা আমার আরেক ভাইয়ের চোখেমুখে মরিচের গুড়ো ছিটিয়ে ৩৫ লাখ টাকা ছিনতাই করেছিল।

Logo