সদর উপজেলা প্রতিনিধি(চুয়াডাঙ্গা)
সোমবার(১জুলাই) দুপুরে দীঘিনালা সেনা জোনের জারুলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন জারুলছড়ি হেডম্যান পাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অত্র এলাকার শিক্ষার্থীদের মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন,দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. ওমর ফারুক (পিএসসি)।
শনিবার(২৯ জুন) দুপুরে উপজেলার মাইনি সেতু সংলগ্নে স্টেডিয়ামের ভিত্তি প্রস্থাপন করেন, খাগড়াছড়ি ২৯৮ নং সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)।এসময় ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মুক্তা ধর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, আওয়ামী লীগের সভাপতি মো. কাশেম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান সহ আরও অনেকেই।
শুক্রবার(২৮জুন) সকাল ৯টায় দীঘিনালায় অর্থনৈতিক শুমারি ২০২৩প্রকল্পের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস) কর্তৃক পরিচালিত অর্থনৈতিক শুমারির তালিকাকারীদের ৩দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা ৩টি জোনের মাধ্যমে সম্পন্ন হবে। বোয়ালখালী ও কবাখালী ইউনিয়ন ১নং জোনে দীঘিনালা সরকারী উ”চ বিদ্যালয়ে জোনাল অফিসার হিসেবে প্রশিক্ষন প্রদান করছেন ধর্মজ্যোতি চাকমা,দীঘিনালা ও বাবুছাড়া ইউনিয়ন ২নং জোনে জোনাল অফিসার হিসেবে প্রশিক্ষন করছেন রনেল চাকমা, মেরুং ইউনিয়নে ৩নং জোনে জোনাল অফিসার হিসেবে প্রশিক্ষন প্রদান করছেন পরেশ চাকামা।
খাগড়াছড়ি দীঘিনালায় আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।রোববার (২৩ জুন) সকালে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় মিলাদ মাহফিল মুনাজাত, পতাকা উত্তোলন, কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
সোমবার(২৪জুন) সকাল ১১টায় দীঘিনালা মৎস্য দপ্তরের আয়োজনে মেরুং ভূইয়াছড়া মো: লোকমান হোসেন এর ক্রীক বাঁধ জলাশয়ে গিয়ে মৎস্য উপকরন প্রদান করেন দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়া, উপজেলা মৎস্য কর্তকর্তা অর্বনা চাকমা ও সাংবাদিক মো: সোহেল রানা।উপকরন পেয়ে মো: লোকমান হোসেন বলেন, আমি ২০১৮সাল থেকে মাছ চাষ শুরু করি। দীঘিনালা উপজেলা মৎস্য অফিস থেকে দুই বার মাছ চাষের উপর প্রশিক্ষন নিয়েছি। আমাকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প রাঙ্গামাটি মাধ্যমে ২০২৩-২৪অর্থ বছরের একটি ক্রীক বাঁধ দিয়ে দেয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব সাংবাদিক অনু দত্ত। বিশেষ অতিথি হিসেবে পরামর্শ মূলক বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা সহকারী পুলিশ সুপার মো: জসীমউদ্দিন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি শহর সমাজ সেবা উপপরিচালক মো: জসীম উদ্দিন, জেলা যুব উন্নয়ন পরিচালক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুম্মিতা খীসা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা ও শতরূপা চাকমা প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, যে সমস্ত সরকারী ও বেসরকারী সংস্থা বা প্রতিষ্ঠান নাগরিক সুবিধার জন্য সেবা প্রদান করছে এই সম্পর্কে প্রান্তিক জনগোষ্ঠীকে জানাতে হবে এবং জানানোর ব্যবস্থা করতে হবে। কাউকে পিছিয়ে ফেলে রাখা যাবে না। আমাদের মানসন্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। কারিগরি শিক্ষার দিকে নজর বাড়াতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলনে, সাবেক দিঘীনালা উপজেলা চেয়ারম্যান নব কমল চাঙমা, ৪নং দিঘীনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাঙমা, ৫ নং বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা, চাকমা সংস্কৃতি গোষ্ঠী পরিচালক আনন্দ মোহন চাকমা, ভাষা বই লেখক জাতীয় পাঠ্যপুস্ত বোর্ড বাংলাদেশ আর্য্য মিত্র চাকমা, ধনপাতা মৌজা প্রধান (হেডম্যান) যুব লক্ষণ চাকমা,অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজ সেবক দীপলক্ষন চাকমা দীঘিনালা উপজেলা প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, বিশিষ্ট লেখক ও ঔপনেসিক কেভি দেবাশীষ চাকমা প্রমূখ। বই মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি রুমানা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিদারুল আলম, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা ও শতরূপা চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উচাচিং মারমা ও নারী ভাইস চেয়ারম্যান কল্যানী ত্রিপুরা প্রমুখ।