স্টাফ রিপোর্টার(চাঁপাইনবাবঞ্জ)
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোলে চেয়ারম্যান পদে ১৬ জন মনোনয়ন দাখিল করেছেন। একই সঙ্গে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১২ জন মনোনয়ন দাখিল করেছেন।
সোমবার ( ১৫ এপ্রিল ২০২৪) বিকাল ৫ টার সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড়ে বিক্ষোভের সময় বিভিন্ন শ্রমিক ও গ্রেপ্তার মোঃ লিটন আলী (৩০) ড্রাইভার এর পরিবারের সদস্যরা মিথ্যা মামলার প্রতিবাদে ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেন।
চাঁপাইনবাবগঞ্জে নবগঠিত ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর প্রেসক্লাব’ মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন এক প্রতিবন্ধীর পাশে। পক্ষাঘাতগ্রস্ত প্রতিবন্ধী মনিরুল ইসলাম (৩৫) হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না। খুব কষ্ট করেই চলতে হতো নষ্ট হয়ে যাওয়া পুরাতন হুইল চেয়ার নিয়ে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে সাইফুল (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার দিবাগত রাত ১২/২০ মিনিটে শিবগঞ্জ, বাজারে মুদিখানা দোকানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে,এদিকে প্রত্যক্ষ ব্যাকতিরা জানান মো: আলীর সহ আট টি দোকান ছিলো হঠাৎ দেখি আগুন,এদিকে ফায়ার সার্ভিসের দইটি উনিট এসে আগুন নিয়ত্রন করেন ,ফায়ার সার্ভিস দায়িত্ব রত আফিসার,মো:কাদেরি কিবরিয় বলেন আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি চারিদিকে আগুন ছরিয়ে পরেছে এমন অবস্থায় আগুন নিয়ন্ত্রণ করতে সমসা হচ্ছিল বলে আরো একটি উনিট চাঁপাইনবাবগঞ্জ থেকে ডেকে এনে আগুন নিয়ন্ত্রণ করি।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা পর্যায়ে ও বিভিন্ন উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে “বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ” শুরু করলো আনুষ্ঠানিক যাত্রা ।
গ্রেফতারকৃত আসামী এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।