নাম :রেজাউল হাসান

নাম :রেজাউল হাসান

নকলা উপজেলা প্রতিনিধি (শেরপুর )


নকলায় সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত

শেরপুরের নকলায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ঠ হয়ে আসমা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) রাত পৌণে ১০ টার দিকে উপজেলার গনপদ্দী বাজারে ঢাকা-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমা বেগম উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী খন্দকারপাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেন বাবুর স্ত্রী ও ৪ সন্তানের জননী।

নকলায় বালির নিচ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধায় আব্দুল হালিম গোয়াল ঘরের জন্য বালি আনতে মৃগী নদীর পাড়ে যায়। নদীতে নেমে পাড়ের নিচ থেকে গর্ত করে বালি সংগ্রহ করার সময় উপর থেকে নদীর পাড় ধ্বসে আব্দুল হালিমের উপর পড়ে। হালিম বালির নিচ থেকে আর উঠতে পারিনি। সারারাত আর বাড়ি ফিরেনি হালিম।

নকলা কল্যাণ ফোরামের উদ্যোগে তিন শতাধিক পরিবার পেল কোরবানির মাংস

নকলা কল্যাণ ফোরামের সদস্য শরিফের পরিচালনায় সদস্য সচিব তাসনিস আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিন শতাধিক প্রত্যেক ব্যক্তির মাঝে ১কেজি করে মাংস উপহার তুলে দেন,নকলা কল্যাণ ফোরামের চেয়ারম্যান নকলা জালালপুরের কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মু.ফারদিন হাসান হাসিব।

নকলায় আগাম ঈদুল আযহা উদযাপন

চরকৈয়া এলাকায় অনুষ্ঠিত জামাতের ইমাম মাওলানা মোহাম্মদ হীরা মানিক জানান, তারা সৌদিআরবের সাথে দিনের মিল রেখে দীর্ঘদিন ধরে রোজা ও ঈদের জামাতসহ অন্যান্য ধর্মীয় কার্যক্রম সমূহ সম্পাদন করে আসছেন। ধর্মীয় ও সরকার বা রাষ্ট্রীয় আইনের বাহিরে কোন কাজ তারা করেন না বলেই, সরকারের পক্ষ থেকে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের ঈদগাহ ময়দানে নিরাপত্তা নিশ্চিত করা হয়। তিনি আরও জানান, দুই শতাধিক মুসল্লির সমন্বয়ে জামাত অনুষ্ঠিত হয়। এতে পুরুষ জামাতের পাশাপাশি ঈগাহ মাঠে পর্দার আড়ালে মহিলাদের জামাতে অংশ গ্রহনের জন্য ব্যবস্থা ছিলো।

নকলায় কৃষকের মাঝে সার বীজ বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক ও মহিলা ভাইস চেয়ারম্যান লাকী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ ও অধ্যাপক আব্দুল খালেক, যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্মসাধারণ সম্পাদক খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ছামিউল হক মুক্তা ও আব্দুর রশিদ সরকারসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী; উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, পুলিশ বিভাগের লোকজনসহ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও মোঃ নূর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম লালন,সদস্য রেজাউল হাসান সাফিতসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

নকলায় ঈদ উপহার বিতরণ করলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক ও মহিলা ভাইস চেয়ারম্যান লাকী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ ও অধ্যাপক আব্দুল খালেক, যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্মসাধারণ সম্পাদক খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ছামিউল হক মুক্তা ও আব্দুর রশিদ সরকারসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী; নকলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও মোঃ নূর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম লালন,সদস্য রেজাউল হাসান সাফিত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নকলায় গাছের সাথে শত্রুতা

এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষাণী পারুল বেগমসহ তার পরিবারের লোকজন। পারুল বলেন, এমন অপরাধ করেও অজ্ঞাত শক্তির দাপটে উল্টো আমার পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে। ফলে বিচার পাওয়া নিয়ে সংশয়সহ জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।

নকলায় কোরবানির জন্য প্রস্তুত ১৭ হাজার পশু

সরেজমিনে পারভেজের খামারে গিয়ে দেখা যায়, বর্তমানে তার খামারে বিক্রির জন্য প্রাকৃতিক ভাবে মোটাতাজাকরণ করা ১৮ টি ষাঁড় রয়েছে। তার খামারের অধিকাংশ গরু দেশি জাতের। তবে কিছু সংকর কিছু জাতের ষাঁড় ও গাভী রয়েছে। ষাঁড় গুলো ক্রেতাদের চাহিদা মোতাবেক প্রয়োজনে ওজন করে বিক্রি করা হবে। ফলে ক্রেতা সাধারণ তাদের চাহিদা অনুযায়ী কিনতে পারবেন, পাশাপাশি তিনিও ন্যায্য দাম পাবেন বলে মনে করছেন। ষাঁড় ওজন করে বিক্রি করলে ক্রেতা ও বিক্রেতা কারো ঠকার সম্ভাবনা নেই বলে অনেকে মনে করছেন।

Logo