বিএনপির অফিসে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগে বগুড়ার আদমদীঘিতে দায়ের করা দুইটি নাশকতা মামালায় চার ইউপি চেয়ারম্যানসহ সাতজন আওয়ামীলীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় থেকে পুলিশ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করে। সোমবার দুপুরে আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান শামিমুল হুদা খন্দকার শামীম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সান্তাহার ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদুল হক টুলু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন ও যুবলীগ নেতা একরামুল হোসেন একরাম।মামলাসূত্রে জানাগেছে, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকানোর জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের প্রায় ২৫০ জন নেতাকর্মি আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্ঠি করে। এরপর বিএনপি অফিসে ঢুকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে আসবাবত্র পুড়ে ফেলার ঘটনায় একটি নাশকতা মামলা এবং গত ১৯ আগষ্ট দিবাগত রাত সাড়ে ১০টায় সান্তাহার পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটনায় আরেকটি মামলা দায়ের হয়। গ্রেপ্তারকৃতরা এই দুইটি মামলায় আসামী ছিলেন।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের কোর্টে পাঠানো হয়েছে।