কুষ্টিয়ার খোকসা গোপগ্রাম বাজারের ১৫ টি দোকান আগুনে পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। সোমবার রাত আনুমানিক ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১২ টার দিকে গোপগ্রাম বাজারের বধুয়া সুজ নামের দোকানে আগুন জ্বলতে দেখে সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং খোকসা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিখা দাবানলের মতো ১৫ টি দোকানে ছড়িয়ে পরে। পরবর্তীতে খোকসা ও কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ভুক্তভোগী দোকান মালিক অলিউল্লাহ জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তের মধ্যে ছড়িয়ে পরে। বাজারের ১৫ টি দোকান পুড়ে তাদের ১৩ জনের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান তিনি।
খোকসা ফায়ার স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুনের ভয়াবহতা দেখে কুমারখালী ফায়ার স্টেশনে খবর দেন এবং যৌথভাবে তিনটি ইউনিট তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন।