আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নৃশংস হামলা

মোঃ সাহেদ হোসেন প্রকাশিত: ২৭ মার্চ , ২০২৪ ০৮:২০ আপডেট: ২৭ মার্চ , ২০২৪ ০৮:২০ এএম
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নৃশংস হামলা
গতকাল মঙ্গলবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কোদালিয়া পাড়া এলাকায় প্রতিপক্ষের নৃশংস সন্ত্রাসী হামলায় চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য মাশরেকুল ইসলাম (৪৫) পিতা- মৃত সুন্নত আলী গুরুতর আহত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

গতকাল মঙ্গলবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কোদালিয়া পাড়া এলাকায় প্রতিপক্ষের নৃশংস সন্ত্রাসী হামলায় চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য মাশরেকুল ইসলাম (৪৫) পিতা- মৃত সুন্নত আলী গুরুতর আহত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

আহত মাশরেকুল ইসলাম উক্ত ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম পান্নার ভাই এবং সে নিজেও ইউনিয়ন আওয়ামীলীগের একজন সদস্য।‌এছাড়া উক্ত হামলায় মাশরেকুলের পুত্র তরিকুল ইসলাম লিখন এবং হাফিজুর রহমানের পুত্র শাহানুর রহমান সৃজন গুরুতর আহত হয়েছে। প্রাথমিকভাবে অনুসন্ধানকালে জানা গেছে, মাশরেকুলের নাবালক পুত্র আশিকুর রহমান পাপন এবং সামাদের পুত্র মারুফ গতরাতে এশার নামাজের সময় মসজিদে নামাজ পড়তে গেলে সামনে -পিছনে দাঁড়ানো নিয়ে তাদের মধ্যে বচসার সৃষ্টি হয়। এ নিয়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হলে পরবর্তীতে মারুফ তার পিতাকে জানালে তার পিতা সামাদ শক্তি সঞ্চয় করে সদলবলে মাশরেকুলের উপরে চড়াও হয়। প্রত্যক্ষদর্শী ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পক্ষ বিপক্ষ অবলম্বন করা ও আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে প্রতিপক্ষদের দমন এর উদ্দেশ্যে রামদা চাপাতি হাতকুড়াল হাতুড়ি লাঠিসোটা বাটামসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে চিহ্নিত হামলাকারীরাসহ আরো অজ্ঞাত ১০-১৫ জন সন্ত্রাসী রাতের বেলায় এই হামলা চালায়।

হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে মাশরেকুলের মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। সন্ত্রাসী হামলার সময় চাপাতির আঘাতে মাশরেকুলের ২ (দুই) চোখে আঘাত লাগে এবং  চোখদুটো ক্ষত-বিক্ষত হয়ে যায়। জখমীদের শোর চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসলে আসামিরা জখমীদেরকে ভয়-ভীতি ও হত্যার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে সিএনজিযোগে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য নিয়ে আসে।  সেখানে যখমীদেরকে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করার পর মাশরেকুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়। গুরুতর যখমী মাশরেকুলকে চিকিৎসার জন্য গতরাতেই অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী নেয়া হয়। অন্য ২ জখমী শাহানুর রহমান সৃজন ও তরিকুল ইসলাম লিখন গুরুতর আহত অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ‌ এদিকে এই ঘটনার পর আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থলে যান।

সংবাদ পেয়ে ভেড়ামারা থানা পুলিশও ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। স্থানীয় আওয়ামীলীগ নেতাদের পক্ষ থেকে এই মর্মে দাবি করা হয়েছে ইউনিয়ন জাসদের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন এর হুকুমে রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা পরিচালনা করা হয়েছে।  ঘটনার বিষয়ে বাংলাদেশ পুলিশের ভেড়ামারা- দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহসিন আল মুরাদের সাথে যোগাযোগ করা হলে তিনি কোদালিয়া পাড়ার ঘটনার বিষয়ে সংবাদ পেয়েছেন বলে জানান। । শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সেখানে তৎপর রয়েছে বলে জানিয়ে তিনি আরো বলেন অভিযোগ সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এই বিভাগের আরোও খবর

Logo