ইউপি সদস্যের বিরুদ্ধে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

রাসেল মিয়া প্রকাশিত: ১৫ নভেম্বর , ২০২৩ ১৭:৫৯ আপডেট: ১৫ নভেম্বর , ২০২৩ ১৭:৫৯ পিএম
ইউপি সদস্যের বিরুদ্ধে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুরে ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ হেকিম মিয়ার বিরুদ্ধে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে৷

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুরে ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ হেকিম মিয়ার বিরুদ্ধে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে৷

গত রোববার ১২ নভেম্বর সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর বাজারে কায়েম আলী বাড়ির লোকদের মারধর করে ইউপি সদস্য মোঃ হেকিম মিয়া ও তার সন্ত্রাসীদল৷ আহতরা হলেন, মাসুক মিয়া (৫৫), শিরু মিয়া (৪৮), আব্দুল সালাম (৩৮), ফুল মিয়া (৬২) ও শামিম মিয়া (৩৬)।

ভুক্তভোগীরা জানায়, কায়েম আলী বাড়ির লোকজন রবিবার সকালে মোহাম্মদপুর বাজারে দুধ বিক্রি করতে গেলে সেখানে ইউপি সদস্য মোঃ হেকিম মিয়া ও তার বাবা তৌহিদ মিয়া এবং চাচা কবির মিয়া পাশের সেন্দ গ্রামের ভাড়াটে সন্ত্রাসী দলবল দিয়ে তাদের বাজারে ঢুকতে বাঁধা দেয়৷ একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে কায়েম আলী বাড়ির লোকদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়৷ এঘটনায় তারা ৫ জন আহত হয়।  পরের দিন সোমবারও তারা বাজারে গেলে হেকিম মিয়ার লোকজন তাদের বাঁধা দেয় এবং আবার মারধর করে৷ এমনকি মাঠে কাজ করতে গেলে সেখানেও তাদের বাঁধা দেয় ও মারধোর করে।

তবে গতকাল ১৩ নভেম্বর দুই পক্ষের সমঝোতার জন্য তৃতীয় পক্ষ ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফিরোজ মিয়া ও এলাকার বিশিষ্ট মুরুব্বিরা সমঝোতার আহ্বান জানান৷ প্রথমে দুই পক্ষ সমঝোতায় আসলেও পরে হেকিম মিয়ার পক্ষ থেকে সমঝোতায় আসবেনা বলে স্পষ্ট জানিয়ে দেয়৷
আহত মাসুক মিয়া বলেন, আমরা অনেক কষ্টে এলাকায় জীবনযাপন করছি। মেম্বার হেকিম মিয়া ও তার বাবা এর আগেও আমাদের উপর হামলা করছে। প্রতিবাদ করেও কোন বিচার পাইনি। তারা সন্ত্রাস, তারা আমাদের উপর দীর্ঘদিন যাবত অন্যায় অত্যাচার করে যাচ্ছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানায়৷

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসাইন জানান, তুচ্ছ একটি ঘটনা থেকে সংঘর্ষে ৪-৫ আহত হয়েছে। আহতরা হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অভিযোগ প্রেক্ষিতে অবশ্যই ভুক্তভোগীরা আইনী সহযোগীতা পাবে।

এই বিভাগের আরোও খবর

Logo