চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের স্বপ্নদ্রষ্টা, অন্যতম প্রতিষ্ঠাতা, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাবেক প্রেসিডেন্ট মরহুম প্রফেসর এ এস এম ফজলুল করিম এর ২য় মৃত্যুবার্ষিকী ৩নভেম্বর ২০২৪পালিতহয় । ২০২৪ সালের এই দিনে তিনি আমেরিকায় পরলোক গমন করেন। প্রফেসর এ এস এম ফজলুল করিমের মৃত্যুবার্ষিকী স্মরণে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এ উপলক্ষে রোববার সকালে হাসপাতাল কেন্দ্রিয় জামে মসজিদে খতমে কোরআন, বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে হাসপাতালের গরীব রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার)জনাব সৈয়দ আজিজ নাজিমউদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব হারুন ইউসুফ, জনাব এ এস এম জাফর, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভায় প্রধান প্রফেসর ডা. জালাল উদ্দিন, উপপরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপপরিচালক (ফিন্যান্স) জনাব মো. মনজুরুল আলম চৌধুরী, উপপরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রফেসর এ এস এম ফজলুল করিম স্যার ছিলেন একজন কিংবদন্তী চিকিৎসক। বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের স্বপ্নদ্রষ্টা ও অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘ ২২ বছর এই হাসপাতালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। হাসপাতালের উন্নয়ন অগ্রগতিতে তাঁর অবদান অবিস্মরনীয় হয়ে থাকবে। তাঁর স্বপ্ন ছিল হাসপাতালকে একটি মেডিকেল ভিলেজ হিসেবে গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি আমৃত্যু নিরলসভাবে কাজ করে গেছেন। আজ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। এই হাসপাতাল যতদিন থাকবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবার ও চট্টগ্রামবাসী ততদিন কৃতজ্ঞতার সাথে তাঁর অবদান স্মরণ করবে। সভাতে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয় আল্লাহ যাতে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাসপাতাল কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন।