যশোর শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার খাতা দেখায় ভুল করা ২৭৪ জন পরীক্ষককে এক বছর খাতা দেখা থেকে বিরত রাখা হবে ২০২৩ সালের। এসএসসি পরীক্ষার খাতা দেখায় ভুল করা যশোর শিক্ষা বোর্ডের ২৭৪ জন পরীক্ষকের তালিকা করা হয়েছে। তালিকা ভুক্ত এসব পরীক্ষককে আগামী বছর (২০২৪ সাল) খাতা দেখা থেকে বিরত রাখা হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিস্বাশ শাহীন আহমেদ। সফটওয়্যারের পরীক্ষকরা এ তালিকা ভুক্ত হয়েছে।
বোর্ড সূত্র জানিয়েছে, গত ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের ৭ দিনের মধ্যে খাতা পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ দেয়া হয় এসএসসি পরীক্ষায় ১ লাখ ৫৫ হাজার ৭৫৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করে ১ লাখ ৩৪ হাজার ২১৩ । আর যেসব পরীক্ষার্থী কাঙ্খিত ফলাফল পাওয়া থেকে বঞ্চিত হয়। সেসব পরীক্ষার্থী নির্ধারিত সময়ে মধ্যে খাতা পুনঃনিরীক্ষার জন্য বোর্ডে আবেদন করে। আবেদন করে ৪৩ হাজার ৪০৩ পরীক্ষার্থী । খাতা পুনঃনিরীক্ষার পর যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ২৭৪টির ফলাফল পরিবর্তন করে পুনঃনিরীক্ষার ফলাল প্রকাশ করে। এতে করে ফেল করা ৫৯ শিক্ষার্থী পাশ করেছে। এর মধ্যে এফ গ্রেড থেকে ৯ পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। সবমিলিয়ে জিপিএ -৫ পেয়েছে ১৩৬ জন।
এ ব্যাপারে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান পরীক্ষার খাতা দেয়ার সময় কেন্দ্র সচিবদের নির্দেশনা হয়,তারা যেন মনযোগ দিয়ে খাতা দেখে। যাতে কোন রকম ভুল না হয়। তারপর এসব পরীক্ষকের খাতা দেখায় ভুল করার কারনে মুল ফলাফলে অনেক শিক্ষার্থী কাঙ্খিত ফলাফল পাওয়া থেকে বঞ্চিত হয়। কিন্তু এসব পরীক্ষার্থী ভাল পরীক্ষা দেয়ার পর এধরনের ফলাফল তাদের কাম্য ছিল না। তাই তারা খাতা পুনঃনিরীক্ষার জন্যআবেদন করে। পুনঃনিরীক্ষায় ঠিকই তারা তাদের প্রাপ্ত ফলাফল অর্জন করে। একারনে এসব পরীক্ষকদের তালিকা (রিপোটেড) করা হয়েছে। তাদেরকে আগামী এক বছর পরীক্ষার খাতা দেখা থেকে বিরত রাখা হবে।