রাসেল ভাইপারে আতঙ্ক না হওয়ার আহ্বান

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৬ জুন , ২০২৪ ১৬:৫০ আপডেট: ২৬ জুন , ২০২৪ ১৬:৫০ পিএম
রাসেল ভাইপারে আতঙ্ক না হওয়ার আহ্বান
জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে সিভিল সার্জন আরো বলেন রাসেল ভাইপারে এন্টি ভেনাম পর্যাপ্ত আছে। এগুলো ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে দেয়া আছে। রাসেল ভাইপারে কামড় দিলে রোগীকে দ্রæত হাসপাতাল ও স্বা¯’্য কমপ্লেক্সে আনতে হবে। যশোর জেলায় রাসেল ভাইপারে কামড়ের কোন রোগী নেই। এখবর শুধু গুজব। এটা থেকে নিজেকে রক্ষা করতে নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। সাপ দেখলে আঘাত করা যাবে না।

রাসেল ভাইপারে আতঙ্ক না হওয়ার  আহবান জানিয়েছেন যশোরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান।যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত জেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় তিনি এ আহবান জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে সিভিল সার্জন আরো বলেন রাসেল ভাইপারে এন্টি ভেনাম পর্যাপ্ত আছে। এগুলো ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে দেয়া আছে। রাসেল ভাইপারে কামড় দিলে রোগীকে দ্রæত হাসপাতাল ও স্বা¯’্য কমপ্লেক্সে আনতে হবে। যশোর জেলায় রাসেল ভাইপারে কামড়ের কোন রোগী নেই। এখবর শুধু গুজব। এটা থেকে নিজেকে রক্ষা করতে নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। সাপ দেখলে আঘাত করা যাবে না।

২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাক্তার হারুন অর রশীদ বলেন পৌরসভার পরি”ছন্ন কর্মীরা নিয়মিত হাসপাতালের ময়লা পরিষ্কার করে না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুশান্ত কুমার তরফদার বলেন, জেলার ২৫৮ টি বিদ্যালয়ের মধ্যে  ২২৮টি বিদ্যালয়ে পুষ্টি বাগান করা হয়েছে। এর মধ্যে চৌগাছায় ৮, মনিরামপুরে ৮, কেশবপুরে ১,অভয়নগরে ২৫, বাঘারপাড়ায় ৯, শার্শায় ৩, সদরে ৪টি। স্কুল থেকে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা বাড়িতে পুষ্টি বাগান করবে।

জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, মনিহার এলাকার বিজয় স্তম্ভের সংস্কার কাজ শেষ হয়েছে। এখন শুধু পরিষ্কার করতে হবে। এরপর পৌরসভার কাছে হস্তান্তর করা হবে।

 পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাবিদ হোসেন জানান পৌরসভার যানজট নিরসনের কাজ অব্যাহত আছে। ক্রাস প্রোগ্রাম একমাস বন্ধ আছে ,সেটা চালু করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বাজেট পেলে ভৈরব নদ থেকে কচুরীপনা পরিষ্কার করা হবে। আগামী অর্থ বছরে একাজ করে পানি প্রবাহ বৃদ্ধি করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) ফিরোজ কবীর জানান, যশোরে আইন শৃঙ্খলা পরি¯ি’তি ভাল আছে। রাতে পুলিশ টহল অব্যাহত রয়েছে। পরিবহন রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় রাস্তার পাশে থামিয়ে রাখে।

সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ^াস বলেন, নড়াইল রোডে বাস ছাড়ার ১৫ মিনিট আগে রাস্তার উপর থামিয়ে রাখা হয়। এমন ভাবে রাস্তার উপর বাস থামিয়ে রাখা হয় একারনে যানজটের সৃষ্টি হ”েছ। এ বাস যদি টার্মিনাল থেকে ছাড়ে,তাহলে যানজট হয় না।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন জানান, করোনাকালীন সময়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতলে আইসি ইউ করা হয়েছে। সেখানে অনেক মানুষ চিকিৎসা নিয়েছে, বর্তমানেও চিকিৎসা নি”েছ। সেখানকার অধিকাংম  মেশিন অকেজো হয়ে গেছে। সেগুলো সংস্কার করতে হবে। তানা যশোরের মানুষ অসু¯’ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে গেল সমস্যায় পড়বে।

এই বিভাগের আরোও খবর

Logo