চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে তীব্র তাপদাহ অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য সালাতুল ইসতিকসার আদায়

বাবলু হাসান প্রকাশিত: ২৮ এপ্রিল , ২০২৪ ০৭:৪৬ আপডেট: ২৮ এপ্রিল , ২০২৪ ০৭:৪৬ এএম
চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে তীব্র তাপদাহ অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য সালাতুল ইসতিকসার  আদায়
আজ ২৬ এপ্রিল ২০২৪ সকাল সাড়ে নয়টায় কাকারা ইউনিয়নের উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালাতুল ইসতিকসার আদায় করে শত শত ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণে । উক্ত নামাজে আশেপাশের বিভিন্ন মসজিদের ইমাম ও মুসুল্লিগণ অংশগ্রহন করেন।

আজ ২৬ এপ্রিল ২০২৪ সকাল সাড়ে নয়টায় কাকারা ইউনিয়নের উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালাতুল ইসতিকসার আদায় করে শত শত ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণে । উক্ত নামাজে আশেপাশের বিভিন্ন মসজিদের ইমাম ও মুসুল্লিগণ অংশগ্রহন করেন।

উপস্থিত আলেম উলামায়েগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সকাল  সাড়ে আটটা হতে জড়ো হতে থাকে।এতে উপস্থিত আলেমগণ ও জনপ্রতিনিধিরা মহান রাব্বুল আলামীনের শ্রেষ্ঠত্ব ও তার প্রেরিত রাসুল এবং পবিত্র গ্রন্থ কোরআন মাজিদের শ্রেষ্ঠত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এতে তারা বলেন রহমানুর রহিম যিনি তার কাছে মাফ চাইলে সব কিছুর মাফ পাওয়া যায় যা বান্দার হক হিসেবে বলেন।

এ বিষয়ে কাকারা তাজুল উলুম মাদ্রাসার সহ সুপার মৌলভী শাহাদাৎ হোসাইন বলেন। আজ পরিবেশের এমন প্রতিশোধি আচার আচরণের জন্য আমরা নিজেরাই দায়ী, কেননা আমরা প্রতিনিয়ত সবুজ ধ্বংস করে পরিবেশ নষ্ট করছি।আর এই ধ্বংসের হাত থেকে মুক্তি একমাত্র আল্লাহর রহমত ও নিজেদের সচেতনতা বৃদ্ধির জন্য তওবা করে মহান রবের কাছে ক্ষমা চাওয়ার জন্য বলেন।ইসতিকসার মাঠে মহান সৃষ্টি কর্তার নিকট পূর্ণ আস্থা রেখে সকল মুসুল্লিদের ইমাম সাহেব নামাজে দাঁড়ানোর আহবান জানান।উক্ত নামাজে ইমামমতি করেন মৌলনা শাহাদাৎ হোসাইন সহ-সুপার কাকারা তাজুল উলুম মাদ্রাসা নামাজ আদায় শেষে সৃষ্টি কর্তার নিকট এক আবেগঘন ক্ষমা প্রার্থনা ও তওবা করান উপস্থিত মুসল্লীরা। এবং সারা মুসলিম জাহান মানবজাতির কল্যাণ কামনাই দোয়া করেন।

এই বিভাগের আরোও খবর

Logo