আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী আর নেই। আজ বুধবার দুপুরে রাজধানী একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা গেছে, বেলা ১১টায় দিকে বুকে ব্যথা বেশী হওয়ায় মতিয়া চৌধুরীকে রাজধানী এভারকোয়ার হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসাকেরা সাধ্যমতো চেষ্ঠা করলেও তাঁকে বাঁচানো যায়নি। নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জিন্নাহ তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। বেগম মতিয়া চৌধুরী শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি ২০০১ সালে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক হুইপ মরহুম জাহিদ আলী চৌধুরীর কাছে পরাজিত হয়েছিল। এছাড়া তিনি এই আসন থেকে সর্বশেষে ২০২৪ সালে ১২তম সংসদ নির্বাচন পর্যন্ত টানা ৬ বার এমপি নির্বাচিত হন এবং সংসদের সরকারের দলীয় উপনেতা নির্বাচন হয়েছিলন। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১৯৪২ সালের ৩০ জুন মতিয়া পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। পিতা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী। ব্যক্তিজীবনে ১৯৬৪ সালের ১৮ জুন খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।