চাটখিলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান

মোঃ হানিফ প্রকাশিত: ১৪ জানুয়ারী , ২০২৪ ১০:৩০ আপডেট: ১৪ জানুয়ারী , ২০২৪ ১০:৩০ এএম
চাটখিলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান
চাটখিল উপজেলার উত্তর রামদেবপুর বাইতুল উলূম মাদানিয়া মাদরাসায় শনিবার (১৪ জানুয়ারি) সকালে শিক্ষার্থীদের ছবক প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়েছে। এই উপলক্ষ্যে মাদরাসার সভাপতি সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. শহীদুল্ল্যা’র সভাপতিত্বে মাদরাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিল উপজেলার উত্তর রামদেবপুর বাইতুল উলূম মাদানিয়া মাদরাসায় শনিবার (১৪ জানুয়ারি) সকালে শিক্ষার্থীদের ছবক প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়েছে। এই উপলক্ষ্যে মাদরাসার সভাপতি সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. শহীদুল্ল্যা’র সভাপতিত্বে মাদরাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল জামেয়া ওসমানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইউছুফ। বিশেষ অতিথি ছিলেন নুরানী বোর্ড চট্রগ্রাম বিভাগের সভাপতি হাফেজ আমীনুল হক। 
  
সভায় বক্তব্য রাখেন চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য রফিক উল্যাহ, মাওলানা সালেহ আহম্মদ, নুরুল আমিন ভূঁইয়া প্রমুখ। সভা পরিচালনা করেন মাদরাসার শিক্ষক আশেক এলাহী। 

সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধি সহ বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo