চায়না দুয়ারী জালে,জাত হারাবে দেশিও মাছ

মোঃ বায়েজিদ কবির প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর , ২০২৩ ১৬:৫২ আপডেট: ১৩ সেপ্টেম্বর , ২০২৩ ১৬:৫২ পিএম
চায়না দুয়ারী জালে,জাত হারাবে দেশিও মাছ

বাংলাদেশে বর্তমান  সময়ে মৎস শিকারের জন্য নতুন এক ধরণের জালের ব্যবহার ক্রমেই বেড়েই চলছে , যা নিষিদ্ধ কারেন্ট জালের মত মিহি ও হালকা, এবং একবারে নিখুঁতভাবে সব ধরনের  মাছ ধরতে সক্ষম  এই জাল । জেলেরা অনেকে এই জাল ব্যবহার করে খুব খুশী কারণ  এক জাল দিয়ে  সবধরনের মাছ ধরা সম্ভব হচ্ছে । কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন যে এ জাল মাছসহ জলজ জীববৈচিত্র্যের জন্য কারেন্ট জালের চাইতেও বেশি  ক্ষতিকর৷ 

শুরুর দিকে মূলত পদ্মা নদীর তীর ধরে এই জালের ব্যবহার হলেও এখন সারা দেশেই,  চায়না দুয়ারী জালের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে । জামালপুর জেলার  মেলান্দহ উপজেলায় নদ নদী খালবিলে নিরদ্বিধায় ব্যবহার হচ্ছে এই চায়না দুয়ারী জাল,ফেসবুক পত্রপত্রিকায় দেখা  দেশের  বিভিন্ন জেলা উপজেলায় মৎস্য অধিদপ্তর কর্তৃক  জাল নিধনের   অভিযান অব্যাহত থাকলেও মেলান্দহ উপজেলায় কোন প্রকার  অভিযান চোখে পড়েনি।

 যেভাবে এই চায়না দুয়ারী জাল দিয়ে দেশিও মাছ, মাছের পোনা ডিমের বিনাশ করা হচ্ছে দ্রুত পদক্ষেপ  না নিলে অচিরেই দেশিও  মাছের জাত হারাবে বলে মনে করছি। কিভাবে দেশিও মাছ বিনাশ করা হচ্ছে তা মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়ন অন্তর্গত নইলাঘাট সকাল বাজারে মাছের চিত্র দেখলে কিছুটা অনুভব করা যায়।

এই বিভাগের আরোও খবর

Logo